Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Sexual Assault

যৌন হেনস্থার নালিশ উপসচিবের বিরুদ্ধে

তরুণীর অভিযোগ, ২০১৪ সালে ফেসবুকে অমিতেশবাবুর সঙ্গে তাঁর আলাপ হয়। গত ২৬ সেপ্টেম্বর ফেসবুকে একটি মেসেজ পাঠান ওই আমলা। ২ অক্টোবর অমিতেশবাবু তরুণীর বাড়ির ঠিকানা চান। তিনি তা দিতে না-চাওয়ায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ক্রমাগত গালিগালাজ এবং কুপ্রস্তাব আসতে থাকে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৪:৪৬
Share: Save:

রাজ্য সরকারের এক আমলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। পুলিশি সূত্রের খবর, অমিতেশ বিশ্বাস নামে ওই আমলা রাজ্যের প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিসটিক্স দফতরে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। অমিতেশবাবু ফোনে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ দায়ের করেছেন কসবার এক তরুণী। তার ভিত্তিতে মামলা রুজু করেছে কসবা থানা। এ ব্যাপারে অমিতেশবাবুর সঙ্গে যোগাযোগ
করা হলে তিনি বলেন, ‘‘আমার কিছু জানা নেই।’’

ওই তরুণীর অভিযোগ, ২০১৪ সালে ফেসবুকে অমিতেশবাবুর সঙ্গে তাঁর আলাপ হয়। গত ২৬ সেপ্টেম্বর ফেসবুকে একটি মেসেজ পাঠান ওই আমলা। ২ অক্টোবর অমিতেশবাবু তরুণীর বাড়ির ঠিকানা চান। তিনি তা দিতে না-চাওয়ায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ক্রমাগত গালিগালাজ এবং কুপ্রস্তাব আসতে থাকে বলে অভিযোগ। ওই তরুণী বলেন, ‘‘ওই আমলা নিজের পদ ব্যবহার করে আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আমাকে যৌনকর্মী বলা হয়েছে।’’ সোমবার কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। অমিতেশবাবুর সঙ্গে কথোপকথনের ‘স্ক্রিনশট’ জমা দিয়েছেন ওই তরুণী। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Sexual Assault Bureaucrat West Bengal Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE