রেলমাফিয়া শ্রীনু নায়ডু খুনের মামলায় তদন্তকারী অফিসার (আইও) বদল হল। আগে তদন্তকারী অফিসার ছিলেন প্রণবকুমার সেনাপতি। নতুন তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন শুভঙ্কর দে। শুভঙ্করবাবু ঘাটালের সিআই পদে কর্মরত রয়েছেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “খড়্গপুরের ওই মামলায় তদন্তকারী অফিসার বদল হয়েছে।’’
শ্রীনু খুনের মামলাটি চলছে মেদিনীপুর সিজেএম আদালতে। ইতিমধ্যে মামলার সরকারি আইনজীবী বদল হয়েছে। আগের সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের স্ত্রীর মোবাইলে হুমকি ফোন আসার পরে মামলার দায়িত্ব বর্তেছে আর এক আইনজীবী সমরকুমার নায়েকের উপর। এরই মধ্যে মামলার তদন্তকারী অফিসার বদল হওয়ায় জল্পনা শুরু হয়েছে।
আচমকা কেন তদন্তকারী অফিসার বদল করা হল? জেলা পুলিশের এক শীর্ষ কর্তার বক্তব্য, “খড়্গপুরের ওই মামলাটি সংবেদনশীল, স্পর্শকাতরও। একজন সিনিয়র পুলিশ অফিসারেরই এ ক্ষেত্রে তদন্তকারী অফিসার হিসেবে থাকা প্রয়োজন।’’ শুভঙ্করবাবু পুলিশের ইনস্পেক্টর। আর প্রণববাবু পুলিশের সাব-ইন্সপেক্টর।
গত ১১ জানুয়ারি বিকেলে খড়্গপুরের নিউ সেটলমেন্ট এলাকায় তৃণমূলের ১৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় শ্রীনু। এই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর শ্রীনুর স্ত্রী পূজা। সে দিন গুলিতে প্রাণ গিয়েছে শ্রীনুর সঙ্গী ধর্মা রাওয়ের। জখম হয়েছে তিনজন।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই জেল হেফাজতে রয়েছে। শ্রীনু খুনে ধৃতদের নাম অন্য মামলাতেও জড়াতে শুরু করেছে। যেমন নন্দ দাস নামে এক ধৃতের নাম দাঁতনের এক ডাকাতির ঘটনায় জড়িয়ে গিয়েছে। সঞ্জয় কুমার, কৃষ্ণা রাও-সহ অন্য তিন ধৃতের নাম আবার খড়্গপুরের আর একটি এক গুলি চালানোর ঘটনায় জড়িয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy