গ্রাফিক: শৌভিক দেবনাথ।
‘দু’পয়সার সংবাদিক’ মন্তব্য ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। এ বার বিজেপি নেতাদের ‘দু-আনা’র নেতা বলে কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।
জেপি নড্ডার কনভয়ে ইট ছোড়ার প্রসঙ্গে বিজেপি নেতাদের ইংরেজিতে ‘টু-বিট’ নেতা বলে কটাক্ষ করেন মহুয়া।বাংলায় তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘দু’আনার নেতা’। নড্ডার গাড়িতে হামলার ঘটনা ‘সাজানো’ বলেও দাবি করেন তিনি।
নড্ডার গাড়িতে হামলা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়ায় বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ‘দিল্লির ভৃত্য’ বলে কটাক্ষ করেন মহুয়া। তার পর শুক্রবার সকালে ফের বিষয়টি নিয়ে সরব হন তিনি। টুইটারে লেখেন, ‘নিজের নিজের পানীয় নিয়ে কলেজ পার্টির কথা শুনেছি। বাংলায় নিজেদের নিরাপত্তা নিয়ে রোজ পার্টি করছে বিজেপি। সিআরপিএফ, সিআইএসএফ এবং যত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার প্রত্যেকটাই দলের কুচো নেতাদের সঙ্গে সারা ক্ষণ ঘুরে বেড়ায়। তা সত্ত্বে সাজানো ‘হামলা’ থেকে বাঁচাতে না পারা অত্যন্ত লজ্জাজনক’।
Had heard of college BYOB parties
— Mahua Moitra (@MahuaMoitra) December 11, 2020
@BJP having a BYOS (Bring Your Own Security) party everyday in Bengal - CRPF, CISF & every central force imaginable accompanies each two-bit leader who visits
Shame they can’t protect you from staged “attacks”
আরও পড়ুন: নড্ডার কনভয়ে হামলার জবাব দিতে রাজ্যে আসছেন অমিত
বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নড্ডা। কিন্তু আমতলা থেকে শিরাকোলের দিকে এগোনোর সময় দফায় দফায় বাধার মুখে পড়ে তাঁর কনভয়। আশপাশ থেকে এলোপাথাড়ি ইট, লাঠিসোটা উড়ে আসতে শুরু করে বলে অভিযোগ। বিজেপির দাবি, কৈলাস বিজয়বর্গীয়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। বিজেপি নেতাদের দাবি, তাতে আঘাত পান রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক। উড়ে আসা বোতলের ঘায়ে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন: ‘গণতন্ত্রের লজ্জা’! নড্ডার কনভয়ে হামলা নিয়ে তোপ রাজ্যপালের
এলাকায় তৃণমূলের যুব সভাপতি সওকত মোল্লার নেতৃত্বেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। কিন্তু রাজ্যের তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, নড্ডার কনভয়ে হামলার ঘটনা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা ঘটনাকে নাটক বলে উল্লেখ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সভায় লোক জড়ো করতে পারেনি। তাই হামলার নাটক করে সর্বভারতীয় সংবাদমাধ্যমে উত্তেজনা তৈরি করছে বিজেপি।
এর পরই গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মহুয়ার ‘দু’আনার নেতা’-র টুইট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy