Advertisement
০৪ নভেম্বর ২০২৪

দুর্দশা বোঝাতে ‘ধর্ষণ’-এর উদাহরণ, ক্ষমা চাইলেন রুদ্রপ্রসাদ

দুর্দশা বোঝাতে ‘ধর্ষণ’-এর উদাহরণ টানার জন্য ক্ষমা চেয়ে নিলেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বললেন, ‘‘আমার কথায় যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা ও ভাবে বলা আমার উচিত হয়নি।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০৩:৫৩
Share: Save:

দুর্দশা বোঝাতে ‘ধর্ষণ’-এর উদাহরণ টানার জন্য ক্ষমা চেয়ে নিলেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বললেন, ‘‘আমার কথায় যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা ও ভাবে বলা আমার উচিত হয়নি।’’

‘বিষয়’টা কী?

শুক্রবার থেকে সোশ্যাল মিডিয়ায় রুদ্রবাবুর বক্তব্যের একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছেন রুদ্রবাবু। সেখানে কঠিন পরিস্থিতির মোকাবিলা কী ভাবে করা যায়, সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘এক চিনা দার্শনিক বলেছিলেন, তুমি যদি ধর্ষণ রুখতে একান্তই না পার, তা হলে সেটা উপভোগ করো।’’ এই ভাবে ‘ধর্ষণ’-কে একটি প্রতিতুলনা হিসেবে ব্যবহার করা এবং প্রয়োজনে তা ‘উপভোগ’ করার পরামর্শ তুমুল বিতর্কের জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতে থাকেন, রুদ্রবাবুর এ কথা বলা উচিত হয়নি।

শনিবার মুখ খোলেন রুদ্রবাবু নিজেই। সোশ্যাল মিডিয়াতেই একটি ভিডিয়োর মাধ্যমে ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না। কিন্তু শব্দ ব্যবহারে সচেতন হওয়া উচিত ছিল তাঁর।

অন্য বিষয়গুলি:

Rudraprasad Sengupta Apology Comment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE