Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
AAP

আইনি পরিষেবায় এ বার বাংলার আপ

প্রথাগত ভাবে পতাকা উত্তোলনের পাশাপাশি জেলায় জেলায় বৃক্ষরোপণ, পথ-কুকুরের সুরক্ষা ব্যবস্থা-সহ নানা কর্মসূচিতে প্রতিষ্ঠা দিবস পালন করেছে আপ।

আপ-এর পশ্চিমবঙ্গ লিগ্যাল সেলের তরফে বিনামূল্যে এই পরিষবা দেওয়া হচ্ছে গোটা রাজ্যের মানুষের জন্য।

আপ-এর পশ্চিমবঙ্গ লিগ্যাল সেলের তরফে বিনামূল্যে এই পরিষবা দেওয়া হচ্ছে গোটা রাজ্যের মানুষের জন্য। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০৯:০৭
Share: Save:

রাজ্যে দলের প্রসার ঘটাতে এবং গ্রহণযোগ্যতা বাড়াতে এ বার বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া শুরু করল আম আদমি পার্টি (আপ)। প্রতি সপ্তাহে কলকাতা হাই কোর্টের এক জন আইনজীবীর কাছ থেকে অনলাইন আইনি পরামর্শ নিতে পারবেন মানুষ, অনলাইনেই থাকবে প্রশ্নোত্তর-পর্বও। মূল বিষয়, সাংবিধানিকক ও মৌলিক অধিকার সংক্রান্ত। আপ-এর পশ্চিমবঙ্গ লিগ্যাল সেলের তরফে বিনামূল্যে এই পরিষবা দেওয়া হচ্ছে গোটা রাজ্যের মানুষের জন্য। আপ-এর ১১তম প্রতিষ্ঠা দিবস ছিল শনিবার। সে দিন থেকেই এই ব্যবস্থা শুরু হয়েছে। প্রথাগত ভাবে পতাকা উত্তোলনের পাশাপাশি জেলায় জেলায় বৃক্ষরোপণ, পথ-কুকুরের সুরক্ষা ব্যবস্থা-সহ নানা কর্মসূচিতে প্রতিষ্ঠা দিবস পালন করেছে আপ।

অন্য বিষয়গুলি:

AAP West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy