ট্রেনের অপেক্ষায় দমদম স্টেশনে যাত্রীদের ভিড়। —ফাইল চিত্র।
দমদম স্টেশনে ডাউন লাইনে রেলের কাজের জন্য শনিবার এবং রবিবার মিলিয়ে বাতিল থাকবে ৪৭টি লোকাল ট্রেন। এ ছাড়া একটি লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারের সময়সূচিতেও বদল করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ধরে লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে, শনিবার রাত এবং রবিবার সকালের দিকে আপ এবং ডাউন উভয় দিকেই কিছু ট্রেন বাতিল রাখা হবে।
শনিবার রাতে ৩২২৪৯ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল এবং ডাউন ৩২২৫২ ডানকুনি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। রবিবার বাতিল থাকে আপ লাইনে ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ এবং ৩২২১৮ শিয়ালদহ-ডানকুনি লোকাল। ডাউন লাইনে বাতিল থাকবে ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ এবং ৩২২২০ ডানকুনি-শিয়ালদহ লোকাল।
০৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার শনিবার লালগোলা থেকে রাত ১০টা ১৫ মিনিটের বদলে রাত ১০টা ৪৫মিনিটে রওনা দেবে। রবিবার আপ লাইনে ৩৩৮১১ এবং ৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ, ৩৩৬৫১ এবং ৩৩৬৫৩ শিয়ালদহ-হাবরা, ৩৩৬১৩ শিয়ালদহ-দত্তপুকুর, ৩৩৩৫৭ বারাসত-দত্তপুকুর, ৩৩৫১৩ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল বাতিল রাখা হচ্ছে। ডাউন লাইনে বাতিল থাকবে ৩৩৮২০ এবং ৩৩৮২২ বনগাঁ-শিয়ালদহ, ৩৩৬৫২ এবং ৩৩৬৫৪ হাবরা-শিয়ালদহ, ৩৩৬১২, ৩৩৬১৬ এবং ৩৩৬১৮ দত্তপুকুর-শিয়ালদহ, ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল।
আপ লাইনে ৩১৬১১, ৩১৬১৩ এবং ৩১৬১৫ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১৩১১ এবং ৩১৩১৩ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, ৩১৫১১ এবং ৩১৫১৩ শিয়ালদহ-শান্তিপুর লোকাল, ৩১৯১১ শিয়ালদহ-গেদে লোকাল, ৩১৮১১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল এবং ৩১৪১১ শিয়ালদহ-নৈহাটি লোকালও বাতিল থাকবে রবিবার। একই সঙ্গে ডাউন লাইনে ৩১৬১২, ৩১৬১৪ এবং ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদহ লোকাল, ৩১৩১২ এবং ৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল, ৩১৫১২ এবং ৩১৬১৬ শান্তিপুর-শিয়ালদহ লোকাল, ৩১৯১২ গেদে-শিয়ালদহ লোকাল, ৩১৮১২ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল এবং ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদহ লোকালও বাতিল থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy