Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
AAP

AAP: রাজ্যে আপের ‘মহিলা শক্তি’

কলকাতা প্রেস ক্লাবে সোমবার আপের মহিলা নেতৃত্ব এ রাজ্যের মহিলা কমিশনের কাজকর্ম নিয়ে তোপ দেগেছেন।

সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টির মহিলা নেতৃত্ব

সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টির মহিলা নেতৃত্ব ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ২২:১২
Share: Save:

বাংলায় ‘পদাপর্ণের’ পরে এ বার রাজ্যে মহিলা শাখা তৈরিতেও সক্রিয় হল আম আদমি পার্টি (আপ)। আপাতত দলের তরফে তাদের ‘মহিলা শক্তি’ সংগঠনের জন্য পাঁচ জন কো-অর্ডিনেটর নিয়োগ করা হল। পাঁচ জেলা থেকে দিতি দাস, সোমা ভদ্র, তনুকা সাঁতরা, শুভ্রা বন্দ্যোপাধ্যায় ও গার্গী বসুকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে কো-অর্ডিনেটর হিসেবে গোটা রাজ্যে মহিলা সংগঠন গড়ে তোলার জন্য। কলকাতা প্রেস ক্লাবে সোমবার আপের মহিলা নেতৃত্ব এ রাজ্যের মহিলা কমিশনের কাজকর্ম নিয়ে তোপ দেগেছেন। তাঁদের দাবি, দিল্লির সরকারের মহিলা কমিশন নারী সুরক্ষায় অনেক বেশি সক্রিয়। কিন্তু এ রাজ্যে অভিযোগ জানানোর জন্য মহিলা কমিশন সরকারি ঘোষণার পরেও হেল্পলাইন নম্বর জানাতে পারেনি। অভিযোগ করলেও সুরাহা মিলছে না। মহিলা-প্রশ্নে আন্দোলনের ডাকও দিয়েছেন তাঁরা। তৃণমূল নেতা তাপস রায় অবশ্য বলেন, " এ রাজ্যের দায়িত্বে রয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী। এখানে এসে আগে রাজ্যটাকে ভাল করে জানুন, তার পরে রাজনীতি করুন। আমরা এখনই কিছু বলছি না।"

অন্য বিষয়গুলি:

AAP West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy