রাজ্যে কর্মসূচিতে জোর আপের। —নিজস্ব চিত্র।
পঞ্চায়েত ভোটে এ রাজ্যে লড়াই করবে আম আদমি পার্টি (আপ)। তাই পঞ্জাব-বিজয়কে সামনে রেখে এ রাজ্যেও ঝাঁপাল খড়্গপুর আইআইটি-র প্রাক্তনী অরবিন্দ কেজরীবালের দল। কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে আপ। রাজনৈতিক মহলের মত, এ রাজ্যে আপ-এর রাজনৈতিক কর্মসূচির ধারা এত দিন বেশ ‘ক্ষীণ’ ছিল। তবে পঞ্জাবের জয় সেই ধারাকে ‘বেগবান’ করল বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের পথে। কিন্তু পঞ্জাবে সকলকে সাফ করে ক্ষমতা দখল করেছে ঝাড়ু। সেই ঘটনাকে সামনে রেখেই এ রাজ্যের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহে নেমেছেন আপ নেতারা। পাশাপাশি নানা রাজনৈতিক কর্মসূচি চালানো হচ্ছে। পোস্টার সাঁটানো হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গকেও নিশানা করেছে আপ। শনিবার যেমন উত্তর ২৪ পরগনার বারাসতে আপ কর্মীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে। আবার মালদহের রতুয়াতেও শিবির করে শুরু হয়েছে আপের সদস্য সংগ্রহ অভিযান। উত্তর ২৪ পরগনার মিডিয়া ইনচার্জ শালু বাজাজের কথায়, ‘‘পঞ্জাবে ঐতিহাসিক জয় হয়েছে আমাদের। আপ একটি দুর্নীতিমুক্ত দল। দেশের সর্বত্র এই দলের প্রয়োজন। আমাদের দলে শিক্ষিত লোকজন রয়েছেন। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। প্রথমে আমরা পঞ্চায়েতে আসার চেষ্টা করব।’’
এ রাজ্যে আপের দায়িত্বপ্রাপ্ত নেতা সঞ্জয় বসুও একই কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘রাজ্যের ১৫টি জেলায় একসঙ্গে সদস্য সংগ্রহের কাজ চলছে। ১৫টি জেলাতেই কমিটি তৈরি হয়েছে। তৃণমূল স্তর থেকে সংগঠন শুরু হয়েছে। আমাদের লক্ষ্য, ২০২৩ সালে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে আমরা চিন্তিত নই। পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে আমরা গ্রাম থেকে লড়াই শুরু করব। কারণ, মানুষের জন্য কাজ করাই আমাদের রাজনীতি।’’
পঞ্জাবের জয়কে উদ্যাপন করতে রবিবার কলকাতার গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত বিজয় মিছিলও করার কথা আপ-এর। রাজ্যের আপ নেতৃত্বের বক্তব্য, অনেক আগে থেকেই দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং উন্নয়নের রাজনীতিকে সামনে রেখে এ রাজ্যে ময়দানে নেমেছিল তাঁদের দল। তবে পঞ্জাবের জয় সেই চেষ্টায় ‘অক্সিজেন’ যুগিয়েছে।
তবে রাজ্যে আম আদমির প্রবেশকে পাত্তা দিচ্ছে না তৃণমূল। বারাসত টাউনের তৃণমূল সভাপতি অরুণ ভৌমিকের কথায়, ‘‘এ রাজ্যে তৃণমূল ছাড়া আর কেউই স্থায়ী সরকার দিতে পারবে না। আমরা আপকে নিয়ে ভাবিত নই। মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযান বিজেপি-ও করেছিল। শুধু আপ কেন, এ রাজ্যে বিএসপি-ও এ লড়েছে। আমরা ও নিয়ে চিন্তিত নই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy