নজরুল মঞ্চে দেবাশিস রায়ের তোলা ছবি।
ইকবালের নামে চেয়ার সংরক্ষিত হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকেই ‘সারে জাঁহা সে আচ্ছা’ গানের রচয়িতা প্রয়াত উর্দু কবি আল্লামা ইকবাল-এর নামে এই চেয়ার উৎসর্গ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ‘জশন-এ-ইকবাল’ শীর্ষক ওই অনুষ্ঠানে আল্লামা ইকবালকে মরণোত্তর ‘তরানা–এ-হিন্দি’ উপাধি দেওয়া হয়। সম্মানটি গ্রহণ করেন তাঁর নাতি ওয়ালিদ ইকবাল (ডান দিকে)। একই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী পেয়েছেন ‘পাসবান-এ-উর্দু’ (উর্দু ভাষার রক্ষাকর্তা) উপাধি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘ইকবালের কিছু শায়েরি আমার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। প্রায় প্রতি অনুষ্ঠানে আমি সেগুলি আওড়াই। নিজেও উর্দু শায়েরি লেখার চেষ্টা করি। আমি উর্দু অ্যাকাডেমিকে বলছি, ইকবাল স্মরণে প্রতি বছর আপনারা এই অনুষ্ঠান করুন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy