Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Bablu Murmur

চোর সন্দেহে ‘মার’, হত এক ভাতারে

কিছু দিন আগে কয়েকটি জেলার যুব সভাপতির নাম ঘোষণা করেও দিলীপবাবুর নির্দেশে সেই তালিকা তুলে নিতে হয় সৌমিত্রকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০১:৩০
Share: Save:

মোবাইল চোর সন্দেহে বাবলু মুর্মু (৪৮) নামে এক জনকে পিটিয়ে খুনের অভিযোগে বৃহস্পতিবার রাতে চার জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। ভাতারের ওড়গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ধৃত ঠাকুর হেমব্রম, সোম টুডু, জোরান টুডু ও মাতাল হেমব্রমকে শুক্রবার বর্ধমান আদালতে হাজির করানো হলে, বিচারক তাদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে মূল অভিযুক্ত ঠাকুর হেমব্রম তাঁর মোবাইল খুঁজে পাচ্ছিলেন না। বাবলুবাবু তা চুরি করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। অভিযোগ মানেননি বাবলুবাবু। তা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা বাধে। নিহতের ছেলে রবির অভিযোগ, ঠাকুরবাবু কয়েকজনকে এনে বাবলুবাবুকে বাঁশ দিয়ে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় বাবলুবাবুকে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই চার জনের নামে খুনের অভিযোগ দায়ের হয়।

অন্য বিষয়গুলি:

Bablu Murmur East Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE