গ্রাফিক: শৌভিক দেবনাথ।
একের পর এক এলাকা দখল করে আফগানিস্তানে নিজেদের শাসন শুরু করেছে তালিবান। তার ফলে কয়েক দিনের ব্যবধানে উল্টেপাল্টে গিয়েছে দেশের আর্থিক, সামজিক ও রাজনৈতিক পরিস্থিতি। তবে এখন আর্থিক দিকটিই আফগানদের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, অচিরেই সেখানে শুরু হতে পারে খাদ্য সঙ্কট। এক দিকে, খাদ্যের মূল্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমেছে। অন্য দিকে, হ্রাস পেয়েছে উৎপাদন ক্ষমতাও। দুইয়ে মিলে খাদ্যের আকাল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আফগানিস্তানে। যা নিয়ে চিন্তার কথা জানিয়েছে রাষ্ট্রপুঞ্জও। আজ, শুক্রবার আফগানিস্তানের এই সংক্রান্ত খবরের পাশাপাশি নজর থাকবে পাক-আফগান সীমান্তের দিকেও। আমেরিকা সেনা প্রত্যাহারের পরে কাবুল বিমানবন্দর বন্ধ হতেই ভিড় বাড়তে শুরু করে সীমান্তে। তার ফলেই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।
ভবানীপুর-সহ রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। এ নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার তারা এ বিষয়ে রাজ্যের সঙ্গে বৈঠকও করে। নির্বাচন করতে তারা প্রস্তুত বলে জানায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও। এই অবস্থায় ভোট নিয়ে আশাবাদী তৃণমূলও। তবে দিন ক্ষণ নিয়ে তাদের চিন্তা থাকছে। অনেকে মনে করেছেন, অক্টোবরে পুজোর ছুটি থাকায় এ মাসেই হতে পারে ভোট। আর কমিশনেরও যদি সে ইচ্ছা থাকে তবে শীঘ্রই ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা হওয়ার কথা। ফলে আজ নজর থাকবে উপনির্বাচন সংক্রান্ত খবরের দিকে।
অচলাবস্থা জারি রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এখনও অবধি ঘেরাওমুক্ত হননি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তারই মধ্যে বৃহস্পতিবার তাঁর অসুস্থতার খবর আসে। উপাচার্যের বাসভবনের সামনে হরলিক্স, ফল দিয়ে আসেন পড়ুয়ারা। এই অবস্থায় আজ তাঁদের ঘেরাও, বিক্ষোভ, আন্দোলন উঠবে কি না নজর থাকবে সে দিকে। অন্য দিকে, অচলাবস্থা কাটিয়ে বিশ্বভারতীকে স্বাভাবিক ছন্দে ফেরাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কর্তৃপক্ষ। আজ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলাটির শুনানি রয়েছে। বিশ্বভারতী সংক্রান্ত সব খবরের দিকেও নজর থাকবে।
আজ নজরে থাকবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গতিবিধির উপরও। কয়লা পাচার-কাণ্ডে গত সপ্তাহে তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ অভিষেক যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত কী হল সেটাই দেখার। এ ছাড়া আজ নজর থাকবে ভোট পরবর্তী হিংসা মামলায় বসছে হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ, ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ও প্যারালিম্পিক্সের দিকেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy