ফাইল চিত্র।
তাপমাত্রার পারদ এক লাফে ঊর্ধ্বমুখী হওয়ায় গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। সোমবারও তাপপ্রবাহে পুড়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। আপাতত আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের প্রভাব পড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে যখন পরিস্থিতি নাজেহাল তখন পাহাড় এবং ডুয়ার্সের পাঁচ জেলা ছাড়া উত্তরবঙ্গেও অবস্থা শোচনীয়। ফলে আজ, মঙ্গলবার রাজ্যের কোন জেলায় কত তাপমাত্রা থাকে সে দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
দেশ ও পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি
পর পর টানা ছ’দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। সোমবার তা সামান্য কমে দাঁড়িয়েছে ২,৫৪১-এ। অন্য দিকে, পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ সংক্রমণ কত থাকে সে দিকে নজর থাকবে।
বিকাশ ভবন অভিযান
আজ এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগে ভারতীয় জনতা যুব মোর্চার বিকাশ ভবন অভিযান কর্মসূচি রয়েছে। দুপুর ২টো নাগাদ ওই কর্মসূচিটি রয়েছে।
সিপিএমের মিছিল
সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন)-সহ বিভিন্ন বাম দলের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল মৌলালি থেকে নারকেলডাঙা পর্যন্ত রয়েছে। বিকেল ৪টে নাগাদ ওই মিছিলটি শুরু হওয়ার কথা।
রেশন ও আধার যোগ মামলা হাই কোর্টে
রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ কলকাতা হাই কোর্টে মামলার শুনানি রয়েছে।
মেট্রো ডেয়ারি মামলার শুনানি
আজ কলকাতা হাই কোর্টে মেট্রো ডেয়ারি মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির এজলাসে শুনানি শুরু হতে পারে।
অনুব্রত মণ্ডল এবং সিবিআই
নিজের বাড়িতে, নয়তো ভার্চুয়াল মাধ্যমে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার সিবিআইকে চিঠি লিখে এ কথা জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে অনুব্রত জানিয়েছেন, দাঁত, মলদ্বার এবং অণ্ডকোষের যন্ত্রণায় ভুগছেন তিনি। এখন সিবিআই কী পদক্ষেপ করে সে দিকে নজর থাকবে।
আইপিএল
আজ আইপিএলে বেঙ্গালুরু বনাম রাজস্থানের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে। আজ তার দ্বিতীয় দিন। ওই উৎসবের বিভিন্ন খবরের দিকে আজ নজর থাকবে।
সত্যজিৎ রায় জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ উদ্বোধন
সত্যজিৎ রায় জন্মশতবর্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে প্রয়াত পরিচালকের স্মারকগ্রন্থ উদ্বোধন কলামন্দিরে। প্রধান অতিথি হিসাবে থাকবেন আদুর গোপালকৃষ্ণণ। সন্ধ্যা ৬টা নাগাদ ওই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy