হামলা: দেগঙ্গায় ছবিটি তুলেছেন সজলকুমার চট্টোপাধ্যায়
লো-ভোল্টেজ ও এলাকায় লোডশেডিংয়ের অভিযোগে বিদ্যুৎ বণ্টন সংস্থার গাড়ি ভাঙচুর করল জনতা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেগঙ্গার ফাজিলপুর এলাকায়। পরে পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফাজিলপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ লো-ভোল্টেজ ও লোডশেডিং নিয়ে। বাসিন্দারা জানান, এলাকার দক্ষিণপাড়ায় একটি ট্রান্সফর্মার আছে। ওই ট্রান্সফর্মার থেকে বাড়ির বিদ্যুৎ সংযোগ রয়েছে। তা ছাড়া, মাঠে ছোট শ্যালো মেশিন ও এলাকার বেশ কিছু সেলাই কারখানা চলে।
স্থানীয় বাসিন্দা সোফিক আহমেদ জানালেন, ওই ট্রান্সফর্মারটি পাল্টানোর দাবি করা হচ্ছে বহু দিন ধরে। বিদ্যুতের তারগুলিও বেশ পুরনো। বহুবার ছিঁড়ে গিয়েছে। তারগুলি না পাল্টানো হলে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে। ওই ট্রান্সফরর্মারের কারণেই লো-ভোল্টেজ হয় বলে দাবি গ্রামের মানুষের।
লো-ভেল্টেজের কারণে ধীর গতিতে পাখা ঘোরে। ঠিক মতো আলোর অভাবে পড়াশোনায় সমস্যা হয়। রমজান মাসে মানুষকে নানা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ফলে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে।
বিকেলে বিদ্যুৎ দফতেরর একটি গাড়ি হাইটেনশন লাইন মেরামত করতে ওই গ্রামের উপর দিয়ে পাশের বাজিরপুরে যাচ্ছিল। ফাজিলপুর গ্রামের মানুষ গাড়িটি আটকান। কর্মীদের আটকে রাখেন। গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়। এরপরেই গাড়িটি ভাঙচুর করেন ক্ষিপ্ত জনতা। স্থানীয় বেড়াচাঁপা কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার সুপ্রিয় দত্ত বলেন, ‘‘গ্রামবাসীদের দাবিগুলি সমাধানের চেষ্টা করা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy