স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্রের মধ্যে বারুইপুরে তাঁদের মিছিলে যে ‘হামলা’ হয়েছিল, তার জন্য তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, পুলিশের পাশাপাশি চার জনের ছবি সমাজমাধ্যমে দিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা শুভেন্দুকেই নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব।
তাঁদের কর্মসূচিতে অশান্তির ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুক্রবার বলেছেন, ‘তোলাবাজ ‘ভাইপো’ ব্যানার্জি, স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দাস, জয়ন্ত ভদ্রেরা ষড়যন্ত্র করেছিলেন।’ সেই সঙ্গে হাবিবুর রহমান, শাহজাহান আলি সর্দার, মোজাফ্ফর আহমেদ, বাপন গাজি নামে চার জনের ছবি দিয়ে তাঁদের উপরে অশান্তির দায় চাপিয়েছেন শুভেন্দু। প্রসঙ্গত, প্রথম তিন জনই এলাকার তৃণমূল নেতা। শাহজাহান মল্লিকপুর পঞ্চায়েতের সদস্য, হাবিবুর ওই পঞ্চায়েতেরই প্রধান, মোজাফ্ফর বারুইপুর পুরসভার দীর্ঘদিনের পুর-প্রতিনিধি। তবে বাপন নামে দলের সঙ্গে কেউ যুক্ত নন বলে তৃণমূল নেতৃত্বের দাবি। হাবিবুরের দাবি, তিনি ঘটনার দিন এলাকাতেই ছিলেন না। শুভেন্দুর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বারুইপুর ব্লক সভাপতি গৌতমেরও পাল্টা দাবি, “ওঁদের ২৫০-৩০০ জন লোক হয়েছিল। লজ্জায় কর্মসূচি বাতিল করেছে। কোনও হামলা হয়নি। যে সব ছবি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।” গৌতমের আরও দাবি, ওই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারাই বিজেপি
নেতৃত্বের বিরুদ্ধে উস্কানির অভিযোগ করেছেন থানায়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)