চাষের জমি থেকে উদ্ধার হল এক কৃষকের দেহ। রবিবার সকাল থেকে এ নিয়ে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের পাইকান এলাকায়। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ওই কৃষককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম বাবলু মোল্লা। তাঁর বাড়ি ভাঙড়ের পোলেরহাট থানার পাইকান এলাকায়। শনিবার দীর্ঘ ক্ষণ বাবলুর খোঁজ পায়নি পরিবার। গভীর রাতে লঙ্কার ক্ষেতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েক জন। খবর দেওয়া হয় পরিবারে। ঘটনাস্থলে যায় পুলিশ।
পরিবারের দাবি, খুন করা হয়েছে বাবলুকে। মৃতের পরিবারের সদস্যেরা জানাচ্ছেন, প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল তাঁদের। বাবলুকে সেই রোষে পিটিয়ে মারা হয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষত রয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
রবিবার পোলেরহাট থানার পুলিশ কৃষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে জমি বিবাদের জেরে খুনের তত্ত্ব উঠে আসছে। তবে খুনের নেপথ্যে অন্য কারণ থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্তের সুবিধা হবে। অন্য দিকে, এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে শোরগোল শুরু হয়েছে এলাকায়।