মালদহে আবার প্রকাশ্যে চলল গুলি। এ বার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরে চলল দুই রাউন্ড গুলি। জখম হলেন এক ব্যক্তি। ইতিমধ্যে ওই ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায় গুলি চলে। তাতে জখম হন বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তি। অভিযোগ, পাড়ার কয়েক জনের মধ্যে অশান্তি মেটাতে গিয়ে জখম হয়েছেন বিপ্লব। তিনি জানান, রাতে বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় কয়েক জন যুবক নিজেদের মধ্যে গন্ডগোলে জড়িয়েছে দেখে তিনি এগিয়ে যান। বিপ্লবের কথায়, ‘‘আমি কী হয়েছে জিজ্ঞাসা করতেই নেমে আসে বিপদ। পকেট থেকে বন্দুক বার করে উত্তম মণ্ডল নামে এক জন দুই রাউন্ড গুলি চালায়। আমার বাঁ হাতে গুলি লেগেছে।’’
গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বাহিনী। মূল অভিযুক্ত উত্তমের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রের খবর। এলাকাবাসীদের অভিযোগ, রাতে বহিরাগতদের আনাগোনা বাড়ছে এলাকায়। পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। বস্তুত, মালদহে একের পর এক অপরাধের ঘটনা ঘটে চলেছে। কিছু দিন আগে ইংরেজবাজার পুরসভার এক কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। শুক্রবার মালদহের ভূতনি থানায় এলাকায় কুপিয়ে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত সচিব কমল মণ্ডলকে। অন্য দিকে, দিন কয়েক আগে বিধায়ক সাবিত্রীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। অভিযোগ, মানিকচকের ধরমপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিধায়কের গাড়ির চালক কোনও মতে সেই সংঘর্ষ এড়ান।