Advertisement
০২ নভেম্বর ২০২৪

পদ খোয়ালেন পঞ্চায়েত প্রধান

কয়েক সপ্তাহ আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েতের প্রধান পদে সাময়িক ভাবে পুনর্বহাল হয়েছিলেন বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে তৃণমূল প্রধান বুলা নাসরিন লস্কর। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানির পরে ফের প্রধানের পদ থেকে অপসারিত হলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:৪৮
Share: Save:

কয়েক সপ্তাহ আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েতের প্রধান পদে সাময়িক ভাবে পুনর্বহাল হয়েছিলেন বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে তৃণমূল প্রধান বুলা নাসরিন লস্কর। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানির পরে ফের প্রধানের পদ থেকে অপসারিত হলেন তিনি। প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে ওই পঞ্চায়েতের বেশির ভাগ তৃণমূল সদস্য মিলে ওই প্রধানের বিরুদ্ধে নানা অনৈতিক কাজের অভিযোগ তুলে অনাস্থা আনেন। অনাস্থা ভোটে হেরে অপসারিত হন বুলা। কিন্তু নিয়ম না মেনে অন্যায় ভাবে প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তারপরে হাইকোর্ট তাঁকে পদে ফিরিয়ে দিয়ে শুনানির কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সেই মতো বুলা প্রধানের পদ ফিরে পান। কিন্তু সোমবারের শুনানির পরে হাইকোর্ট জানিয়ে দেয়, অনাস্থা প্রস্তাবে ক্রটি ছিল না। তাই বুলাকে প্রধানের পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ৫১০০ টাকা জরিমানা করা করেছে হাইকোর্ট। গ্রামে এই খবর এসে পৌঁছনোর পরে প্রধানের অনুগামীদের সঙ্গে তৃণমূলের অন্য গোষ্ঠীর সমর্থকদের গোলমাল হয়। সেই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুলা নাসরিন লস্করের অভিযোগ, ‘‘হাইকোর্টের এই খবর আসতেই গ্রামে আমার সমর্থকদের উপর হামলা হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Kanthal Beria Panchayat Pradhan Removed TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE