Advertisement
০৪ নভেম্বর ২০২৪

হাসপাতালেই রোগিণীর ঝুলন্ত দেহ

হাসপাতালের শৌচাগার থেকে এক রোগিণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বারাসত জেলা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অপর্ণা মল্লিক (৪২)। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০০:৫৩
Share: Save:

হাসপাতালের শৌচাগার থেকে এক রোগিণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বারাসত জেলা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অপর্ণা মল্লিক (৪২)। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা থানার চ্যাঙডাঙা গ্রামের বাসিন্দা অপর্ণাদেবী শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ শ্বাসকষ্ট ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কতৃর্পক্ষ জানিয়েছেন, ভোর সাড়ে ৩টে নাগাদ তিনি শৌচাগারে যান। ফিরতে দেরি হওয়ায় কর্তব্যরত নার্সরা শৌচাগারে খোঁজ নিতে গিয়ে দেখেন, জানালার রডের সঙ্গে নিজের শাড়ি গলায় জড়িয়ে ঝুলছেন অর্পণাদেবী। তাঁকে উদ্ধার করে বেডে নিয়ে আসা হয়। দ্রুত অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু এরপরেই অপর্ণাদেবী মারা যান।

মৃতের পরিবারের পক্ষ থেকে অপর্ণাদেবীর মৃত্যুর পিছনে হাসপাতালে কর্তব্যরত কর্মীদের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। মৃতের স্বামী রঞ্জিত মল্লিক বলেন, ‘‘আমরা এই মৃত্যুর তদন্ত দাবি করছি।’’ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না-তদন্ত হয়েছে। তা ছাড়া ময়না-তদন্তের ভিডিওগ্রাফিও করা হয়েছে।’’

হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট থেকে মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE