Advertisement
২৫ নভেম্বর ২০২৪

টুকরো খবর

অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন (এএসএ) আয়োজিত মাস্টার দ্য মেমোরিয়্যাল চ্যালেঞ্জ শিল্ড ও নন্দলাল মেমোরিয়্যাল চ্যালেঞ্জ কাপ নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল বারাসতের ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প। রবিবার অশোকনগর স্টেডিয়ামে ফাইনালে তারা ট্রাইবেকারে ৬-৫ গোলে পরাজিত করে অশোকনগর নবীন সঙ্ঘকে।

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৪ ০১:৫৬
Share: Save:

ফুটবল টুর্নামেন্টে জয়ী ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর

অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন (এএসএ) আয়োজিত মাস্টার দ্য মেমোরিয়্যাল চ্যালেঞ্জ শিল্ড ও নন্দলাল মেমোরিয়্যাল চ্যালেঞ্জ কাপ নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল বারাসতের ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প। রবিবার অশোকনগর স্টেডিয়ামে ফাইনালে তারা ট্রাইবেকারে ৬-৫ গোলে পরাজিত করে অশোকনগর নবীন সঙ্ঘকে। প্রথমার্ধ্বে ১৫ মিনিটের মাথায় ইউনাইটেডের অর্ঘ্য চক্রবর্তী বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন। তারপর থেকে আক্রমণ, প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও কোনও দলই আর প্রথমার্ধ্বে জালে বল জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই নবীন সঙ্ঘ গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। ২০ মিনিটের মাথায় নবীন সঙ্ঘের সুমিত দাস গোল করেন। তারপর দু’টি দলই গোল করার সুযোগ পেলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল হয়নি। শেষে ট্রাইবেকারে জয়ী হয় ইউনাইটেড। স্টেডিয়াম হাজার খানেক দর্শক ভিড় করেছিলেন। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন ইউনাইটড ফুটবল কোচিং ক্যাম্পের সৈকত মণ্ডল। আর প্রতিযোগিতার সেরা খেলোয়াড়, নবীন সঙ্ঘের মিরাজুল মণ্ডল। অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্তোষ কর জানান, ১৯৫৪ সাল থেকে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। জয়ী দলের অধিনায়ক সৈকত মণ্ডল বলেন, “ওরা যখন গোল শোধ করল, তখন চাপে পড়ে গিয়েছিলাম। অনেক কষ্ট করে আমরা আমাদের ক্যাম্প চালাই। পুরস্কারের ১৫ হাজার টাকাটা আমাদের খুবই কাজে আসবে।” প্রতিযোগিতায় যোগদানকারী বাকি দলগুলি ছিল, দ্য শেওড়াফুলি ক্লাব, বরাহনগর স্পোর্টিং ক্লাব, কাঁকুড়গাছি যুব সঙ্ঘ, হাওড়ার বালিটিকুরি নবীন ক্রীড়া সংসদ, অশোকনগর পূর্বাচল সঙ্ঘ, অশোকনগর কল্যাণ সমিতি।

গাইঘাটায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

প্রতিবেশী কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে গাইঘাটার বেড়ি এলাকা গ্রেফতার করা হয় গোবিন্দ মণ্ডল নামে ওই যুবককে। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দেন। এ দিন ওই নাবালিকার গোপন জবানবন্দি নিয়েছেন বিচারক। বুধবারই বনগাঁ মহকুমা হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। ঘটনাটি গত ৩০ নভেম্বরের। অভিযোগ, ওই দিন বছর তেরোর মেয়েটিকে বাড়ির সামনে থেকে মুখ চেপে জোর করে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে ধর্ষণ করে গোবিন্দ। সে সময়ে ওই যুবকের বাড়িতে কেউ ছিল না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে এলাকায় সালিশি সভা হয়েছিল। কিন্তু সেখানে এই ঘটনার কথা অস্বীকার করে ওই যুবক। এরপরই কিশোরীর মামি পুলিশে অভিযোগ দায়ের করেন।

তফসিলি উন্নয়ন নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দক্ষিণ ২৪ পরগনায় তফসিলি উন্নয়ন নিয়ে বলে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় তফসিলি কমিশনের সদস্য ঈশ্বরপ্রসাদ সিংহ। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা সদর দফতরে কয়েক জন প্রশাসনিক কর্তার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, জেলাশাসক ও পুলিশ সুপার এ দিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন। এক অতিরিক্ত জেলাশাসক তফসিলি উন্নয়ন-সংক্রান্ত কিছু তথ্য দিয়েছেন। কিন্তু তা যথেষ্ট নয়। কেন্দ্রীয় ও রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলির কোনও ধারাবাহিক রিপোর্ট পাওয়া যায়নি। তিনি ফের এক সপ্তাহ পরে জেলায় আসবেন বলে জানিয়েছেন। জেলাশাসক ও পুলিশ সুপারের অনুপস্থিতির বিষয়ে অবশ্য জেলা প্রশাসনের তরফে এ দিন কোনও সদুত্তর পাওয়া যায়নি।

বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

বিজেপির সংখ্যালঘু মোর্চার দক্ষিণ ২৪ পরগনা জেলা সন্মেলন হয়ে গেল সরিষায়। বৃহস্পতিবার সেখানে হাজির ছিলেন বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি বাদশা আলম, দলের রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাকিল আনসারি, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি কিবরিয়া রহমান প্রমুখ। সংখ্যালঘুদের জন্য কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন বক্তারা। বাদশা আলম বলেন, “রাজ্যে যারা ক্ষমতায় এসেছে, তারাই মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করেছে। প্রতারিত করা হয়েছে। তাই মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজেপিতে আসছে।”

ব্যবসায়ী খুন

মধ্যমগ্রামে এক বস্ত্র ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে মেরে মোটরবাইকে চম্পট দিল তিন দুষ্কৃতী। পুলিশ জানায়, ব্যবসায়ীর নাম বাহারুদ্দিন খান (৪৫)। বৃহস্পতিবার রাতে মধ্যমগ্রামে দোকান বন্ধ করে দোলতলার মেঠোপাড়ার বাড়িতে ফিরছিলেন তিনি। মোটরবাইকে চড়ে তিন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে। তিনি পড়ে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy