রাশি-রাশি: নো-পার্কিংয়েই দিব্যি দাঁড়িয়ে গাড়ি। নিজস্ব চিত্র
স্টেশনের বাইরে সাইকেল আর বাইকের ভিড়ে প্ল্যাটফর্মে ঢোকা-বেরনোটাই সমস্যার।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামনগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে সার দিয়ে মোটরবাইক দাঁড় করানো থাকে। কোনওটাই রেল যাত্রীদের নয়। কেউ বাজারে গিয়েছেন, কেউ বা স্টেশনে হকারদের কাছ থেকে জিনিসপত্র কিনতে ব্যস্ত। কেউ নিছক আড্ডার জন্যই মোটরবাইকটি নিশ্চিন্তে রেখে গিয়েছেন স্টেশনের বাইরে। রেল পুলিশের পক্ষ থেকে কখনও সখনও অভিযান চালিয়ে বাইক আটকে জরিমানা করা হয়। কখনও আবার প্রভাবশালীদের চাপে পুলিশ মোটরবাইক ছাড়তে বাধ্য হয়। রেলের তরফ থেকে ‘নো-পার্কিং’ বোর্ড ঝুলিয়েও বিশেষ লাভ হয়নি।
নিত্যযাত্রীদের অভিযোগ, মোটরবাইক রাখা নিয়ে মাঝে মধ্যেই অশান্তি হয় যাত্রীদের সঙ্গে মোটর বাইকের মালিকের। তাতে মারামারি, হাতাহাতি পর্যন্ত হয়। কিন্তু সমস্যার সুরাহা হয় না।
শিয়ালদহের রেলপুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, ‘‘রেলের নো-পার্কিং জায়গায় কোনও যানবাহন রাখা যাবে না। নজরদারি বাড়ানো হচ্ছে। এরপরে আমরা কড়া পদক্ষেপ করব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy