Advertisement
২৩ নভেম্বর ২০২৪

আজ শুরু মাধ্যমিক

জেলার ১২টি ‘স্পর্শকাতর’ স্কুেল সিসি ক্যামেরা। পরীক্ষাকেন্দ্রে যে সব শিক্ষক ‘গার্ড’ দিতে যাবেন তাঁদের সঙ্গে মোবাইল ফোন থাকবে না।

শেষ বেলার প্রস্তুতি।-বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

শেষ বেলার প্রস্তুতি।-বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫৬
Share: Save:

উত্তর ২৪ পরগনা

• মোট পরীক্ষার্থী: ১ লক্ষ ২ হাজার ৮৩৭ জন

• ছাত্র: ৪৬ হাজার ৯৬৭ জন।

• ছাত্রী: ৫৫ হাজার ৮৭০।

• মূল পরীক্ষাকেন্দ্র: ৯৬

• উপ পরীক্ষাকেন্দ্র: ২২৬

প্রশাসনিক ব্যবস্থা

• জেলার প্রতিটি থানায় সশস্ত্র পুলিশের দল। তারা প্রশ্নপত্র ও উত্তরপত্রের দায়িত্বে থাকবে।

• প্রতিটি পরীক্ষাকেন্দ্রে একজন পুরুষ ও একজন মহিলা কনস্টেবল থাকবেন।

• চারটি পরীক্ষাকেন্দ্র নিয়ে পুলিশের মোবাইল টহল।

• পরীক্ষাকেন্দ্রের সামনে ফটোকপির দোকান ও মাইক বন্ধ রাখতে হবে।

‘‘মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠ ভাবে চালাতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।’’

ভাস্কর মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার

দক্ষিণ ২৪ পরগনা

• মোট পরীক্ষার্থী: ৮৫ হাজার ৫৫৮ জন

• ছাত্র: ৩৭ হাজার ৩৯৩ জন।

• ছাত্রী: ৪৮ হাজার ১৬৫।

• মূল পরীক্ষাকেন্দ্র: ১৩১

• উপ পরীক্ষাকেন্দ্র: ৫৫।

প্রশাসনিক ব্যবস্থা

• জেলার ১২টি ‘স্পর্শকাতর’ স্কুেল সিসি ক্যামেরা।

• পরীক্ষাকেন্দ্রে যে সব শিক্ষক ‘গার্ড’ দিতে যাবেন তাঁদের সঙ্গে মোবাইল ফোন থাকবে না।

• যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন রাস্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

• পর্যাপ্ত বেসরকারি বাসকে রাস্তায় নামতে বলা হয়েছে।

‘‘গোলমাল এড়াতে জেলার ১২টি স্কুলে সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে।’’

অজিত নায়েক, মধ্যশিক্ষা পর্ষদের দক্ষিণ ২৪ পরগনা জেলা আহ্বায়ক

অন্য বিষয়গুলি:

Madhyamik Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy