জমি সংক্রান্ত সমস্যা নিয়ে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে। অভিযোগ, জমির মালিককে না-জানিয়ে তাঁরই জমি অন্য এক জনের নামে রেজিস্ট্রি করা হয়েছে। এই নিয়ে বিএলআরও-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জমির মালিক। এর পরেই মারামারি বাধে। এই ঘটনায় আহত হন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (বিএলআরও) এবং জমির মালিক। খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর বিএলআরও হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে পুলিশ।
জানা গিয়েছে, আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুরের বাসিন্দা রাজেশ দাস জমি সংক্রান্ত বিবাদের সুরাহা করতে হাসনাবাদের বিএলআরও-র দারস্থ হন। সেই মতন গত ৫ ফেব্রুয়ারি বাদী-বিবাদী দু’পক্ষকে অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু এক পক্ষ সে দিন হাজির হয়নি। এর পর রাজেশ জানতে পারেন, ওই জমি ১৫ দিনের মধ্যে অন্য নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে সোমবার রাজেশ ও তাঁর দিদিরা হাসনাবাদ বিএলআরও অফিসে আসেন। কিন্তু, অফিস থেকে তাঁদেরকে বার করে দেওয়া হয় এবং মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ রাজেশের। এক মহিলা গুরুতর জখম বলেও দাবি তাঁদের।
অন্য দিকে, হাসনাবাদের বিএলআরও তপনকুমার দাসের দাবি, তাঁকেও মারধর করা হয়। অভিযোগ, তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। ঘুষি মারা হয় তাঁকে। তিনি জানান, পুরো বিষয়টি সিসি ক্যামেরায় বন্দি আছে। রাজেশের জমি অন্য কারও নামে কী ভাবে রেজিস্ট্রি হল তা নিয়ে তপন বলেন, “অফিসে একাধিক আধিকারিক রয়েছেন। কেউ না কেউ এই কাজ করে থাকতে পারেন। সেটা খতিয়ে দেখা হচ্ছে।”