মধ্যমগ্রামে একটি আবর্জনার স্তূপে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। মুহূর্তের মধ্যে বড় একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আবর্জনার স্তূপের পাশেই রয়েছে নাসিমা বিবি নামের এক মহিলার বাড়ি। দ্রুত সেই বাড়িটিকেও আগুন গ্রাস করে। দেরিতে দমকল পৌঁছেছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়েরা।
মধ্যমগ্রামের দিগবেরিয়া তেঁতুলতলা এলাকায় রয়েছে আবর্জনার ওই স্তূপটি। এলাকার একটি বড় অংশের ময়লা-আবর্জনা সেখানে ফেলা হয়ে থাকে। শনিবার দুপুরে সেখানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথীন ঘোষ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। স্থানীয়দের দাবি, ওই জায়গা থেকে আবর্জনার স্তূপ সরাতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, “ওদের বিক্ষোভ যুক্তিসঙ্গত। এই বিষয়ে আগামিকাল (রবিবার) পুরসভায় আলোচনা হবে।” যাঁর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, সেই নাসিমা বিবি বলেন, “বাচ্চাদের নিয়ে ঘরের ভিতরে ছিলাম। বড় বিপদ হতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছি।”