Advertisement
২৬ নভেম্বর ২০২৪

দুই সম্প্রদায়ের মানুষের উত্‌সবে পুরস্কার থানার

গান, গল্প, কবিতা আর বিশিষ্ট জনের উপস্থিতে ‘শারদ সম্মান ২০১৪’ অনুষ্ঠান করল হাসনাবাদ থানার পুলিশ। একই সঙ্গে সুষ্ঠু ভাবে দীপাবলি এবং ঈদ-উল-ফিতর অনুষ্ঠান পালন করার জন্যও উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।

বসিরহাটে অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: নির্মল বসু।

বসিরহাটে অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: নির্মল বসু।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০০:৫০
Share: Save:

গান, গল্প, কবিতা আর বিশিষ্ট জনের উপস্থিতে ‘শারদ সম্মান ২০১৪’ অনুষ্ঠান করল হাসনাবাদ থানার পুলিশ। একই সঙ্গে সুষ্ঠু ভাবে দীপাবলি এবং ঈদ-উল-ফিতর অনুষ্ঠান পালন করার জন্যও উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।

সোমবার রাতে টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে ওই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি, বিএসএফের ১৬০ ব্যাটেলিয়নের ডিসি রাজেশ সিংহ, বসিরহাটের এসডিপিও অভিজিত্‌ বন্দ্যোপাধ্যায়, বিডিও শ্যামলাল হালদার, টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তী এবং মহকুমার বিভিন্ন থানার ওসি, সিআই, আইসি। সুষ্ঠু ভাবে দুর্গা পুজোর উত্‌সব পরিচালনা এবং ভাল পরিবেশ সৃষ্টি করার দিকে লক্ষ্য রেখে উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।

সেরা পরিবেশের জন্য সোদপুর পল্লি উন্নয়ন সমিতি, সেরা ভাবনায় টাকি মিলন সমিতি এবং সেরা দুর্গা প্রতিমার জন্য টাকি রক্তরবি সঙ্ঘের সদস্যদের হাতে স্মারক তুলে দেন পুলিশ আধিকারিকেরা। কালী পুজোয় সেরা মণ্ডপ তৈরির জন্য নির্বাচিত হয় ভেবিয়া ইউ কালচার, সেরা পরিবেশ হাসনাবাদ সুভাষ সঙ্ঘ এবং সেরা ভাবনার জন্য পুরস্কৃত করা হয় লস্কর নগর ব্যবসায়ী সমিতিকে। সুষ্ঠু ভাবে ঈদ-উল-ফিতর অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রথম স্থান লাভ করে ভবানীপুর আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। দ্বিতীয় স্থান পায় মাখালগাছা মসজিদ কমিটি এবং যুগ্ম ভাবে তৃতীয় স্থান পেয়ে পুরস্কৃত হয় তালপুকুর মসজিদ কমিটি ও টাকি রোজিপুর জামে মসজিদ কমিটি।

এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের কন্ঠশিল্পী প্রমিত সেন। সঙ্গে ছিলেন জি বাংলা খ্যাত ঋত্তিকা, শ্রেষ্ঠাংশুরা। দুই সম্প্রদায়ের মানুষকে একই মঞ্চে পুরস্কৃত করার এই উদ্যোগের জন্য হাসনাবাদ থানার পুলিশের প্রশংসা করেন উপস্থিত বিশিষ্ট মানুষ জন।

অন্য দিকে, হিঙ্গলগঞ্জ থানার পুলিশের উদ্যোগে এবং হিঙ্গলগঞ্জ শংকর সমিতির পরিচালনায় মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী যাত্রা উত্‌সব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে নির্মল মুখোপাধ্যায় রচিত সামাজিক যাত্রাপালা ‘গরিব কেন মরে’। সমিতির সম্পাদক বিপ্লবকুমার দাশ বলেন, “পুলিশকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই যাত্রাপালায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন হিঙ্গলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম সরকার। পুলিশ ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য বৃহস্পতিবার বহিরাগত শিল্পীদের নিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বসিরহাট পুলিশের উদ্যোগেও শুক্রবার সবুজ সঙ্ঘের মাঠে ‘মিলন উত্‌সব ২০১৪’-র আয়োজন করা হয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাটের এসডিপিও অভিজিত্‌ বন্দ্যোপাধ্যায়, সাংসদ ইদ্রিস আলি, আইসি সৌম্যশান্ত পাহাড়ি প্রমুখ। দক্ষিণ ২৪ পরগনার ফলতার ‘সঙ্গীত চক্র’ নিবেদিত ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানটি দর্শকদের প্রশংসা কুড়োয়। উপস্থিত কুট্টি-সহ অন্যান্য শিল্পীদের অনুষ্ঠানও তাঁদের যথেষ্ট মনোরঞ্জন করে।

অন্য বিষয়গুলি:

sharad samman award basirhat police southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy