বেলা সাড়ে ১১টা: শিয়ালদহ স্টেশনে দেখা গেল না নিত্যদিনের ব্যস্ততা। —নিজস্ব চিত্র।
কোথাও দোকানপাট বন্ধ, কোথাও রাস্তাঘাট প্রায় জনশূন্য। কোথাও বা আবার প্রতি দিনের মতো না হলেও পথে বেরিয়েছেন স্বল্প সংখ্যক নিত্যযাত্রী। দেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটে কমবেশি মিশ্র প্রভাব পড়ল এ রাজ্যে। এক দিকে, শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক থাকলেও রাজ্যের কয়েকটি জায়গায় রেল অবরোধ করলেন বন্ধ সমর্থনকারীরা। এ দিন অসংখ্য ট্রেন বাতিল করার ফলে বিপত্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি, যাদবপুর স্টেশনে বামেদের রেল অবরোধ বা রাসবিহারী অ্যাভিনিউতে তৃণমূল ও বামেদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
রেলপথের তুলনায় বন্ধের বিশেষ প্রভাব পড়েনি কলকাতা বিমানবন্দরে। সকাল থেকে সেখান উড়ান স্বাভাবিক রয়েছে। অন্য দিকে, রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে মিছিল করেছেন ধর্মঘটীরা। এন্টালিতে একটি মিছিলে দেখা গিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও।
এক নজরে রেল ও সড়কপথে বন্ধের চিত্র:
• রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ট্রেন বাতিল করা হয়েছে। বেলা সওয়া ১১টা নাগাদ হাওড়া ডিভিশনে ৪২টি এবং শিয়ালদহ ডিভিশনে ১২৬টি ট্রেন বাতিল করা হয়েছে।
প্রতি দিনের মতো ব্যস্ততা দেখা যায়নি শিয়ালদহের এই অটোস্ট্যান্ডে। —নিজস্ব চিত্র।
• শিয়ালদহ স্টেশনের মতোই এর বাইরে অটোস্ট্যান্ডে প্রায় কোনও যাত্রীর দেখা মেলেনি।
খন্না মোড়ে অবরোধ। —নিজস্ব চিত্র।
• খন্না মোড়ে পথ অবরোধ করেন ধর্মঘটীরা।
• করুণাময়ীতে বাস চালাতে বাধাদানের অভিযোগ।
• কলেজ স্ট্রিটে কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার পিকেটিং শুরু হয়েছে।
• কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকা অবরুদ্ধ রয়েছে।
• শিয়ালদহ জিআরপি-র অন্তর্গত বিভিন্ন রেল স্টেশনে ট্রেন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ওই সব স্টেশনে কোনও বড় ঘটনা ঘটেনি।
দমদমে ধর্মঘটীদের রেল অবরোধ। —নিজস্ব চিত্র।
• কলকাতার বি বি গাঙ্গুলী স্ট্রিটে বন্ধ রয়েছে ট্যাক্সি পরিষেবা।
• শ্রীরামপুর অবরোধ তুলতে ট্রেনেই রাখা হয়েছে কয়েক জন আরপিএফ কর্মী। যেখানেই অবরোধ হচ্ছে সেখানেই তাঁরা ট্রেন থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন তাঁরা।
শিয়ালদহ এলাকায় প্রায় জনশূন্য রাস্তাঘাট। —নিজস্ব চিত্র।
• শ্রীরামপুর স্টেশনে অবরোধ শুরু।
• হাজরা মোড়ে বেসরকারি বাসের সংখ্যা কম হলেও রাস্তায় মানুষজন নেমেছেন অন্যান্য দিনের মতো।
• কলকাতায় হাতিবাগান বাজার, খন্না মোড়ে অবরোধ চলছে।
বালিতে শ্রীকৃষ্ণ হল ৫৪ নম্বর বাস স্ট্যান্ড অবরোধ। —নিজস্ব চিত্র।
• দক্ষিণ দিনাজপুর, বীরভূমে রাস্তা অবরোধ।
• হাওড়া ডিভিশনে হিন্দমোটরে মেন লাইনে ট্রেন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন বন্ধ সমর্থকেরা।
• ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন বন্ধ রাখার চেষ্টা ঘুটিয়ারি শরিফ শরিফ, চম্পাহাটি, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুরে।
• জলপাইগুড়ির বাস ডিপোয় বাস ভাঙচুর।
• শিয়ালদহ থেকে অনেক ট্রেন ছাড়েনি।
• আগরপাড়া, মগরাহাট, চম্পাহাটি ও শ্যামনগরে রেল অবরোধ।
• ব্যান্ডেল-হাওড়া লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত। স্টেশনগুলিতে বেশ কয়েকটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
• উত্তর ২৪ পরগনার অশোকনগরে অবরোধ। রেললাইনের উপরে বসে পড়ে স্লোগান দিতে শুরু করে অবরোধকারীরা। একই সঙ্গে স্টেশন সংলগ্ন যশোহর রোড অবরোধ চলছে। প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে অবরোধ চলছে।
• শিয়ালদহ দক্ষিণ শাখায় সব ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
• যাদবপুর স্টেশনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত।
• বাম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বুধবার সকাল থেকেই রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকেরা।
• যাদবপুর স্টেশনে বামদের রেল অবরোধ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy