তৃণমূলের শহিদ দিবসের সকালেই টুইট করলেন অভিষেক। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
তৃণমূলের শহিদ দিবসের সকালেই শহিদ স্মরণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের সভা শুরুর আগে তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘২১ জুলাই বাংলার ইতিহাসে একটি অত্যন্ত পবিত্র দিন। ... এই শহিদ দিবসে আমাদের কণ্ঠস্বর আরও তীব্র হোক। কোনও শক্তি যেন আমাদের মাথা নত করতে না পারে!’
১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুবকংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন কংগ্রেস কর্মীর। সেই ঘটনা স্মরণ করে মমতার নেতৃত্বাধীন তৃণমূল দলের জন্মলগ্ন থেকেই ২১ জুলাই শহিদ দিবস পালন করে আসছে। অভিষেক সে কথা স্মরণ করে এবং করিয়ে টুইটারে লিখেছেন, ‘পুলিশের নৃশংসতায় প্রাণ হারানো ওই শহিদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা।’ জনতার জন্য সচিত্র ভোটারপত্রের দাবিতে মহাকরণ অভিযান হয়েছিল সেই দিন। অভিষেক লিখেছেন, তৃণমূল যেন ‘মানুষের জন্য ঠিক এই ভাবেই তাদের সবটুকু উজাড় করে দিতে পারে।’
২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এ বছর কী বলবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। নতুন পদমর্যাদা পাওয়ার পর অভিষেকের এটাই প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ। যদিও এর মধ্যে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে গোয়া, ত্রিপুরার ভোট সামলেছেন। মণিপুরে ভোটের প্রস্তুতি নিচ্ছেন। স্বাভাবিক ভাবেই তৃণমূলে নতুন দায়িত্ব পাওয়া অভিষেক কী বলতে চলেছেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। টুইটে ‘মাথা না নোয়ানো’র কথা বলে সেই কৌতূহলই আরও কিছুটা উস্কে দিলেন অভিষেক।
21st July is a sacrosanct day in the history of Bengal!
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2022
I offer my heartfelt tribute to the 13 martyrs who lost their lives owing to police brutalities in 1993.
This #ShahidDibas, let our voices be louder - we will not be cowed down by any force! For people, we'll give our all.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy