নিজস্ব চিত্র।
গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে সঙ্ঘর্ষে নাম জড়াল বাঁকুড়ার মেজিয়া ব্লকের যুব তৃণমূল সহ সভাপতি বিপ্লব দুবের। অভিযোগ, বিবাদ চলাকালীন বাড়ির ছাদ থেকে বোমা ছোড়েন ওই যুব তৃণমূল নেতা। বোমার আঘাতে কেউ হতাহত না হলেও দু’পক্ষের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম হয়েছেন দু’জন। অভিযুক্ত যুব নেতা নিজে বোমা ছোড়ার কথা অস্বীকার করেছেন। দায় চাপিয়েছেন গ্রামেরই প্রতিপক্ষ গোষ্ঠীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, মেজিয়া বেলবরিয়া গ্রামে গত কয়েক দিন ধরে কীর্তনের অনুষ্ঠান চলছিল। রবিবার ছিল শেষ দিন। পুরনো পারিবারিক বিবাদের জেরে এ দিন অনুষ্ঠানের শেষে দু’টি পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হয়। দু’পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি চলতে থাকে। অভিযোগ, এই সময় নিজের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়েন বিপ্লব।
স্থানীয় বাসিন্দা হেমন্ত দুবে বলেন, ‘‘বিপ্লব দুবে আমাদের পরিবারের এক সদস্যকে প্রথমে মারধর করে। তাতে ক্ষুব্ধ হয়ে কীর্তনে যোগ দেওয়া লোকজন বিপ্লবের বাড়ি লক্ষ্য করে ইট মারে। তখন বিপ্লব ছাদ থেকে নিজে হাতে বোমা ছোড়ে।’’ শাসক দলের যুব নেতা বিপ্লব বলেন, ‘‘উত্তম দুবে আমাদের গ্রামের শিব পুজো উপলক্ষে গত কয়েক বছর ধরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে জবরদস্তি টাকা তুলে তা আত্মসাৎ করেছিল। এ বছর আমাদের ছেলেরা সেই রোজগার বন্ধ করায় আমার উপর আক্রোশ ছিল। সেই কারণেই আমার বাড়িতে আক্রমণ করে উত্তম দুবে ও তাঁর সঙ্গীরা। আমি বোমা ছুড়িনি। তবে বাড়িতে বসে বাইরে বোমা ফাটার আওয়াজ পেয়েছি। যারা আমার বাড়ি আক্রমণ করেছিল, তারাই বোমা ফাটিয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy