Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Wedding special 2022

২৫ হাজারের মধ্যে বিয়ের গয়না! বিশেষ দিনে সেজে উঠুন মনের মতো অলঙ্কারে

গয়নার মোটিফ এবং মুক্তোর তৈরি এই গলার হার স্নিগ্ধ সাজের জন্য একেবারে উপযুক্ত। সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে জিরকন পাথর।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৯:০৪
Share: Save:
০১ ১০
বিয়ের গয়নার গুরুত্বই আলাদা। সাবেক সোনার গয়না থেকে শুরু করে আধুনিক ডিজাইনের কুন্দন অথবা গোল্ড প্লেটেড- সব কিছুই হওয়া চাই নিখুঁত এবং মনের মতো। সোনার গয়না ছাড়াও অন্য গয়না তালিকায় রাখতে চাইছেন?

বিয়ের গয়নার গুরুত্বই আলাদা। সাবেক সোনার গয়না থেকে শুরু করে আধুনিক ডিজাইনের কুন্দন অথবা গোল্ড প্লেটেড- সব কিছুই হওয়া চাই নিখুঁত এবং মনের মতো। সোনার গয়না ছাড়াও অন্য গয়না তালিকায় রাখতে চাইছেন?

০২ ১০
অথবা সোনার আকাশছোঁয়া দামের কারণে বিকল্প গয়না খুঁজছেন? তা হলে এই প্রতিবেদন একেবারে আপনার জন্যই। রইল বিশেষ কিছু গয়নার তালিকা, যা আপনার বিয়ের গয়না হিসাবে নজরকাড়া হয়ে উঠবে এক লহমায়। আর দামও সাধ্যের মধ্যেই, ২৫ হাজার।

অথবা সোনার আকাশছোঁয়া দামের কারণে বিকল্প গয়না খুঁজছেন? তা হলে এই প্রতিবেদন একেবারে আপনার জন্যই। রইল বিশেষ কিছু গয়নার তালিকা, যা আপনার বিয়ের গয়না হিসাবে নজরকাড়া হয়ে উঠবে এক লহমায়। আর দামও সাধ্যের মধ্যেই, ২৫ হাজার।

০৩ ১০
জমকালো এই জড়োয়া ও কুন্দনের সেট নিমেষে রাজকন্যার লুক নিয়ে আসবে। নানা ধরনের পাথর এবং সোনার পাত বসানো বসানো রয়েছে এতে। উজ্জ্বল রঙের লেহঙ্গার সঙ্গে পরুন এই গয়না।

জমকালো এই জড়োয়া ও কুন্দনের সেট নিমেষে রাজকন্যার লুক নিয়ে আসবে। নানা ধরনের পাথর এবং সোনার পাত বসানো বসানো রয়েছে এতে। উজ্জ্বল রঙের লেহঙ্গার সঙ্গে পরুন এই গয়না।

০৪ ১০
গয়নার মোটিফ এবং মুক্তোর তৈরি এই গলার হার স্নিগ্ধ সাজের জন্য একেবারে উপযুক্ত। সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে জিরকন পাথর।

গয়নার মোটিফ এবং মুক্তোর তৈরি এই গলার হার স্নিগ্ধ সাজের জন্য একেবারে উপযুক্ত। সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে জিরকন পাথর।

০৫ ১০
বিয়ের গয়না পরবর্তীকালে ব্যবহার করতে চান অন্যান্য পোশাকের সঙ্গে? তা হলে এই নবরত্ন চোকার নেকলেস হয়ে উঠবে আপনার প্রথম পছন্দ।

বিয়ের গয়না পরবর্তীকালে ব্যবহার করতে চান অন্যান্য পোশাকের সঙ্গে? তা হলে এই নবরত্ন চোকার নেকলেস হয়ে উঠবে আপনার প্রথম পছন্দ।

০৬ ১০
দুই স্তরের পোল্কি সেট আপনার সাজে যোগ করবে আভিজাত্য। যে কোনও রঙের লেহঙ্গার সঙ্গেই মানানসই এটি।

দুই স্তরের পোল্কি সেট আপনার সাজে যোগ করবে আভিজাত্য। যে কোনও রঙের লেহঙ্গার সঙ্গেই মানানসই এটি।

০৭ ১০
টেম্পল জুয়েলারি এখন বেশ জনপ্রিয়। দেবী লক্ষীর মোটিফ সহ মুদ্রার নকশা করা এই টেম্পল জুয়েলারিটি চমক আনবে সাজে। আর পরনে কাঞ্জিভরম শাড়ি হলে তো আর কথাই নেই!

টেম্পল জুয়েলারি এখন বেশ জনপ্রিয়। দেবী লক্ষীর মোটিফ সহ মুদ্রার নকশা করা এই টেম্পল জুয়েলারিটি চমক আনবে সাজে। আর পরনে কাঞ্জিভরম শাড়ি হলে তো আর কথাই নেই!

০৮ ১০
চোকারের সঙ্গে পরুন অথবা একক ভাবে, এই ভারী কাজের চাঁদবালি হার আপনাকে করে তুলবে অনন্য। বেনারসি শাড়ির সঙ্গেও ভাল দেখাবে।

চোকারের সঙ্গে পরুন অথবা একক ভাবে, এই ভারী কাজের চাঁদবালি হার আপনাকে করে তুলবে অনন্য। বেনারসি শাড়ির সঙ্গেও ভাল দেখাবে।

০৯ ১০
গোলাপি এবং সাদা কুন্দন পোল্কি সেট। তার সঙ্গে মানানসই কানের দুল। আধুনিক ও জমকালো সাজ চাইলে এই চোকার নেকলেস পরতে পারেন।

গোলাপি এবং সাদা কুন্দন পোল্কি সেট। তার সঙ্গে মানানসই কানের দুল। আধুনিক ও জমকালো সাজ চাইলে এই চোকার নেকলেস পরতে পারেন।

১০ ১০
গোল্ড ফিনিশ হ্যান্ডক্রাফটেড নেকলেস সেট। ছিমছাম বিয়ের সাজ চাইলে এই হালকা ও মার্জিত গয়নাটি হয়ে উঠতে পারে বেশ আকর্ষণীয়। আপনার রুচিবোধের পরিচয়ও দেবে সোনা ও মুক্তোর তৈরি এই চোকার।

গোল্ড ফিনিশ হ্যান্ডক্রাফটেড নেকলেস সেট। ছিমছাম বিয়ের সাজ চাইলে এই হালকা ও মার্জিত গয়নাটি হয়ে উঠতে পারে বেশ আকর্ষণীয়। আপনার রুচিবোধের পরিচয়ও দেবে সোনা ও মুক্তোর তৈরি এই চোকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy