ছবি : টুইটার থেকে।
গাড়ি চলার রাস্তার উপরে ঝুঁকে পড়েছিল সার সার নারকেল গাছ। তার নীচ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন দু’জন। গাছ থেকে আলগা হয়ে একটি নারকেল খসে পড়ল ঠিক তখনই। আর খসে পড়ল বাইকআরোহীর মাথায়। ঘটনাটি প্রাণঘাতী হতে পারত। তবে হয়নি। তাঁকে বাঁচিয়ে দিয়েছে হেলমেট। তবে আচমকা নারকেলের আঘাতে টাল সামলাতে না পেরে বাইক থেকে ছিটকে পড়ে যান বাইকারোহী। তাঁর হেলমেটটিও ছিটকে পড়ে মাটিতে।
ওই বাইকের ঠিক পিছনে থাকা একটি গাড়ি থেকে ঘটনাটির ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে বাস্কেটবলের মতো বড় একটি নারকেল ওই মহিলার মাথায় আঘাত করে গড়িয়ে পড়ছে রাস্তায়। পরমুহূর্তে মহিলাকে দেখা যাচ্ছে রাস্তায় গড়িয়ে পড়তে। ২৮ সেকেন্ডের ছোট্ট ভিডিয়োটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
মালয়েশিয়ার ঘটনা। স্থানীয় সংবাদপত্র থেকে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই রাস্তার উপর বিপজ্জনক ভাবে ঝুঁকে থাকা ওই নারকেলগাছগুলি নিয়ে প্রশাসনকে সতর্ক করে আসছেন এলাকার মানুষ। কিন্তু তাতে লাভ হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর থেকে কত বড় বিপদ হতে পারে, তার প্রমাণ এই ঘটনা। যদিও এই অভিযোগের পর এলাকার এক রাজনীতিবিদ ফেসবুকে ভিডিয়োটি পোস্ট করে জানিয়েছেন খুব শীঘ্রই গাছগুলি কেটে ফেলার ব্যবস্থা করবেন।
A coconut fell straight on a biker’s head pic.twitter.com/ePCPqFhoJB
— محمّد (@Honey_Badger09) June 27, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy