প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন তারকা-কন্যা। সঙ্গী তাঁর প্রিয় পোষ্য। মুম্বইয়ের রাস্তায় হাঁটতে গিয়েই পোষ্য কুকুরের সঙ্গে ছবিশিকারিদের ক্যামেরার লেন্সে ধরা পড়লেন তিনি। কিন্তু নজর কেড়ে নিল নায়িকার পোষ্য। তার চার পায়ে রয়েছে জুতো। কালো রঙের দু’জোড়া জুতো পরে ঘুরতে বেরিয়েছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্যক্লোসেটডায়েরিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বলি অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি প্রাতর্ভ্রমণ বেরিয়েছেন। সঙ্গে রয়েছে তাঁর পোষ্য কুকুর। সাইবেরিয়ান হাস্কি প্রজাতির কুকুর সেটি। পোষ্যের পায়েও দেখা গিয়েছে দু’জোড়া জুতো। সেই জুতো নজরে পড়েছে পোষ্যপ্রেমীদের অনেকের।
হাজার হাজার টাকা খরচ করে নায়িকা তাঁর পোষ্যের জন্য এই জুতোগুলি কিনেছেন বলে বলিপাড়ার অধিকাংশের দাবি। জানা গিয়েছে, এই জুতোগুলির মূল্য ভারতীয় মুদ্রায় ১২ হাজার ২৫৫ টাকা। জুতোগুলির দাম জেনে আঁতকে উঠেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘পোষ্যের জুতোর দামই এত! অনেকে এত বেতনই পান না।’’ আবার এক জন লিখেছেন, ‘‘জুতো পরে বেরিয়ে বেশ মজা পেয়েছে নায়িকার পোষ্য।’’