কাশ্মীরের পহেলগাঁও-এর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। মঙ্গলবার ভূস্বর্গ রক্তাক্ত হয় ২৬টি নিরীহ প্রাণের বিনিময়ে। নিরস্ত্র পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় এ বার ফুঁসে উঠলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত।
কঙ্গনা পহেলগাঁও-কাণ্ডের একটি ছবি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “যে লোকগুলির কাছে নিজেকে রক্ষা করার জন্য কিছু ছিল না, তাঁদের উপর ওরা গুলি চালিয়েছে। পৃথিবীর সমস্ত যুদ্ধই কিন্তু যুদ্ধক্ষেত্রে হয়েছে। কিন্তু এই নপুংসকগুলি হাতে অস্ত্র পেতেই নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করছে।”
কঙ্গনা প্রশ্ন তুলেছেন, “এই কাপুরুষদের সঙ্গে যুদ্ধ করব কী ভাবে? যুদ্ধক্ষেত্রের বাইরে গিয়ে কে লড়াই করতে চায়!” শুধু কঙ্গনাই নন। বলিউডের আরও অনেকেই পহেলগাঁও-এর ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন। রশ্মিকা মন্দানা লিখেছেন, “এই ঘটনায় আমার হৃদয় ভেঙে চুরমার।”
গীতিকার জাভেদ আখতার এই ঘটনা নিয়ে লিখেছেন, “যাই হয়ে যাক, যে মূল্যই দিতে হোক, প্রতিক্রিয়া যেমনই হোক, পহেলগাঁও-এর জঙ্গিরা যেন পার না পায়। এই গণহত্যাকারীদের নিজেদের প্রাণ দিয়ে এই ঘটনার মূল্য চোকাতে হবে।”
অভিনেতা রামচরণ লিখেছেন, “পহেলগাঁও-এর ঘটনায় খুবই আহত ও দুঃখিত। এই ধরনের ঘটনার কোনও জায়গাই নেই আমাদের সমাজে। এর কড়া নিন্দা করি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
পাকিস্তানকে ‘নগ্ন’ করবে ভারত, কূটনৈতিক অভিযানে পরিব্রাজক ৫৯ সাংসদ, দলে বাংলার ২ বাঙালি
-
জ্যোতির বিদেশ সফরের খরচ জুগিয়েছিল দুবাইয়ের এক সংস্থা! তাদের পাকিস্তান-যোগ এখন হরিয়ানা পুলিশের নজরে
-
মোদি, রাজনাথের মুখে পরমাণু হুমকি প্রসঙ্গ, বিদেশ সচিব জানালেন হুমকি দেয়নি পাকিস্তান
-
‘১৭ বছর ধরে ভারতে কাজ করছি, আমরা তো ভারতীয়ই’! কোর্টে তুরস্কের সংস্থা, কী যুক্তি কেন্দ্রের
-
‘অপারেশন সিঁদুরে’র প্রাণ— চোখে চোখ রেখে বদলা, পাকিস্তানি সেনাদের মেরে ঘাঁটি গুঁড়িয়েছে পুঞ্চ ব্রিগেড