ডিমের লোভ মানুষই ছাড়তে পারে না সরীসৃপ তো কোন ছার। পাখির ডিম চুরি করে খেতে ওস্তাদ যে সাপ তার ঘরেই হানা দিল বাটপার। ডিম চুরি করে খাওয়ার লোভে সাপের গর্তে হানা দিয়েছিল একটি গোসাপ। এই ডিম খাওয়ার লোভেই যে তাকে প্রাণ দিতে হবে তা আঁচ করতে পারেনি সরীসৃপটি। চুরি করতে গিয়ে যে চরম শাস্তি ভোগ করতে হল তা শিউরে ওঠার মতো। এক অতিকায় রক পাইথন বা অজগরের হাতে প্রাণ খোয়াতে হল গোসাপটিকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামের ‘অ্যানিম্যালভিসিয়াস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যা দেখে শিরদাঁড়ায় কাঁপুনি ধরতে বাধ্য। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি গর্তের ভিতরে রয়েছে কয়েকটি ডিম। ডিমের দিকে এগোতেই গোসাপটির দিকে তেড়ে আসে অজগরটি। গোসাপটি প্রথমে অজগরের মুখে কামড়ে দিতেই খপ করে গোসাপটিকে ধরে কব্জা করে ফেলে প্রকাণ্ড অজগরটি। নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে গোসাপটিকে। প্রবল প্রতিপক্ষের কাছে কার্যত অসহায় হয়ে আত্মসমর্পণ করে বসে চারপেয়ে সরীসৃপটি। আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে তাকে বেঁধে ফেলে অজগরটি। শেষ পর্যন্ত গোসাপটি অজগরের প্যাঁচে পড়েই মারা যায় বলে অনুমান করছেন নেটাগরিকরা। ৫ দিন আগে পোস্ট হওয়া এই ভিডিয়োতে এক হাজার তিনশোটি লাইক জমা পড়েছে।