দিনের বেলায় জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। হঠাৎ সামনে চলে এল এক সিংহ এবং সিংহী। ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগার তাঁদের। বাইক ফেলে পড়িমরি পালালেন তিন জনই। পশুরাজ দম্পতি কিন্তু শান্তই ছিল। তিন শিকারকে সামনে পেয়েও হামলা চালাল না তারা। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে গুজরাতের গির জাতীয় উদ্যানে। এক্স হ্যান্ডলে রবিবার ভিডিয়োটি পোস্ট করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। যদিও ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ভিতরের মাটির রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছেন তিন যুবক। কিছুটা যাওয়ার পর সামনে থেকে এক সিংহ এবং এক সিংহীকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। তাদের ঝোপ থেকে বেরিয়ে আসতে দেখে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগার হয় তাঁদের। দু’জন যুবক বাইক থেকে লাফ দিয়ে দু’দিকে ছুটতে থাকেন। যিনি বাইক চালাচ্ছিলেন তিনি কয়েক সেকেন্ড অপেক্ষা করেন। কিন্তু পশুরাজ যুগলকে আরও এগিয়ে আসতে দেখে বাইক ছেড়ে একটি ঝোপের মধ্যে ঢুকে পড়েন তিনি। কিন্তু তাঁদের দেখে সিংহের আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি। শিকারের পিছনে দৌড়াতেও শুরু করেনি তারা। নির্লিপ্ত ভাবে নিজেদের গন্তব্যের দিকে হেঁটে যেতে দেখা যায় তাদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি পোস্ট করে আইএফএস অফিসার লিখেছেন, ‘‘গুজরাতে আর একটি দিন। সিংহ যুগল মানুষকে তাদের শিকার হিসাবে পেতে আগ্রহী নয়। অন্যথায়, তারা সহজেই শিকার করতে পারত।’’
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার সিংহের রাজকীয় মেজাজ নিয়েও আলোচনা করেছেন।