তাঁর কাছ থেকে দু’কোটি ডলার মূল্যের ক্রিপ্টোমুদ্রা চুরি করার চেষ্টা। তিন সশস্ত্র ডাকাতকে ধাওয়া করলেন আমেরিকার দুষ্টু ছবির তারকা ক্যাটলিন সিরাগুসা। ওই তিন সশস্ত্র দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলিও চালান ক্যাটলিন। ক্যাটলিন সিরাগুসা জনপ্রিয় ওনলিফ্যানস তারকা। সমাজমাধ্যমে তিনি পরিচিত ‘অ্যামোরান্থ’ নামে।
অভিযোগ, সম্প্রতি ৩১ বছর বয়সি দুষ্টু তারকাকে ধরে ফেলে তিন সশস্ত্র দুষ্কৃতী। ক্যাটলিনের কাছ থেকে দু’কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৪ কোটি) মূল্যের ক্রিপ্টোমুদ্রা হাতিয়ে নেওয়ার চেষ্টাও করে তারা। কিন্তু ক্যাটলিন হাল ছাড়েননি। বন্দুক হাতে তিন দুষ্কৃতীর পিছনে ধাওয়া করেন তিনি। গুলিও চালান। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত রবিবারের। ঘটনাটির ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেন খোদ ক্যাটলিন। ওই পোস্ট অনুযায়ী, দুষ্কৃতীরা ক্যাটলিনের ক্রিপ্টোমুদ্রা হাতাতে ব্যর্থ হওয়ার পর তাঁকে পিস্তলের বাট দিয়ে আঘাত করে। এর পর তারা পালনোর চেষ্টা করলে বন্দুক হাতে ধাওয়া করেন ক্যাটলিন। গুলিও চালান। দুষ্টু ওয়েবসাইটের তারকার দাবি, তাঁর চালানো গুলিতে এক দুষ্কৃতী আহত হয়েছে। তিনি লিখেছেন, ‘‘আমাকে ওরা মারধর করছিল। পিস্তল দিয়ে আঘাতও করে। তবে আমি ওদের ধাওয়া করি। আমার বিশ্বাস আমি ওদের এক জনকে গুলি করেছি। আমিও আহত হয়েছি। আমার শরীর দিয়েও রক্ত ঝড়েছে।’’
আরও পড়ুন:
ক্যাটলিন আরও জানিয়েছেন, দুষ্কৃতীদের মুখে মুখোশ ছিল এবং তাদের সকলের হাতেই বন্দুক ছিল। ছোটবেলায় বক্সিং শেখার কারণে তিনি রক্ষা পেয়েছেন বলেও তাঁর দাবি।