উঁচু তাকের উপর বসেছিল একটি বিড়াল। বন্ধুকে দেখে সে দিকেই কেরামতি করে ছুটে গেল অন্য একটি বিড়াল। বিড়ালটি কাছে যেতেই তার কানে কানে কিছু বলল সে। বন্ধুর প্রস্তাব শুনে তো চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় বিড়ালটির। গুটি গুটি পায়ে সেখান থেকে কেটে পড়তে যাবে ঠিক তখনই পিঠে থাবা দিয়ে মেরে দিল অন্য বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জাস্টক্যাটমিম্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ঘরের মধ্যে দু’টি পোষ্য বিড়াল মারপিট করছে। আসলে ঘরের একটি তাকের উপর বসেছিল একটি বিড়াল। বন্ধুকে সেখানে বসে থাকতে দেখে সে দিকে চলে গিয়েছিল অন্য বিড়ালটি। সঙ্গী পেয়ে তার ঘাড়ে হাত রেখে কানে কানে কিছু একটা বলল প্রথম বিড়ালটি। বিড়ালের কথা শুনে একেবারে চোখ গোল গোল করে চমকে উঠল দ্বিতীয় বিড়ালটি।
বন্ধুর হাবভাব সুবিধা লাগছে না দেখে বন্ধুর দিকে বেশ কিছু ক্ষণ অবাক হয়ে তাকিয়ে সেখান থেকে উঠে পড়ল সে। বিড়ালটিকে উঠে যেতে দেখে রেগে যায় অন্য পোষ্যটি। থাবা দিয়ে মারধর করতে শুরু করে দেয় বন্ধুকে। মার খাওয়ার পর পাল্টা মার দিতেও ছাড়ে না বিড়ালটি। বন্ধুকে চলে যেতে দেবে না বলে তার পিঠে কামড়াতে উদ্যত হয় অন্য বিড়ালটি। কিন্তু বন্ধু রেগেমেগে তাকাতেই চুপ করে দাঁড়িয়ে যায় সে।