
বলিউডের দুই জনপ্রিয় তারকা কাজল এবং অজয় দেবগন। তারকাদম্পতি হিসাবেও বেশ নামডাক রয়েছে তাঁদের। বাবা-মা দু’জনেই অভিনয়জগতের সঙ্গে যুক্ত হলেও তাঁদের কন্যা নায়সা দেবগন এখনও পর্যন্ত অভিনয়ের ধারেকাছে আসেননি। কিন্তু কাজল এবং অজয়ের অন্য এক ‘কন্যা’ বড় পর্দায় অভিনয় করার পর একেবারেই ‘উধাও’ হয়ে গিয়েছেন। এখন কী করেছেন তিনি?