ভালুক বলে কি কোনও কাণ্ডজ্ঞান নেই নাকি! টেবিলে পাত পেড়ে তো সেও খেতে পারে! তাই জলখাবার সারতে টেবিলের উপর খাবার নিয়ে বসে পড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচার ইস অ্যামেজিং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, টেবিলের উপর রেখে লেটুস পাতা চিবিয়ে চলেছে একটি ভালুক। পাশে কয়েকটি গাজর রাখা রয়েছে। কিন্তু সে দিকে নজর নেই ভালুকের। মনের সুখে লেটুস পাতা চিবিয়ে চলেছে সে।
ভালুকটিকে বেঞ্চের উপর বসে থাকতে দেখে সে দিকে এগিয়ে গেলেন এক তরুণী। ভালুকের অনুমতি নিয়ে উল্টো দিকের বেঞ্চে বসলেন তিনি। ভালুক ভাল ভাবে তার জলখাবার সারছে কি না তার খোঁজ নিলেন তরুণী। ভালুককে গাজর খাওয়ানোর চেষ্টা করলে মুখ ফিরিয়ে নিল সে। ভালুকটি মন দিয়ে নিজের মতো খাওয়াদাওয়া করছে দেখে টেবিল ছেড়ে উঠে পড়লেন ওই তরুণী।