ভারতে ঘুরতে এসে তাড়ি খাওয়ার বাসনা। এক গ্লাস তাড়ি খেতে গিয়ে বিপত্তি তরুণ বিদেশি পর্যটকের! হিউ নামে স্কটল্যান্ডের ওই ভ্লগার তাঁর তাড়ি খাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। জানিয়েছেন, তাঁর দেশি মদ খাওয়ার অভিজ্ঞতার কথা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে থাকা একটি দেশি মদের ঠেকে গিয়ে এক গ্লাস তাড়ি এবং এক প্লেট ভাতের অর্ডার দেন স্কটল্যান্ডের ওই পর্যটক। কিছু ক্ষণ পরেই তাঁর টেবিলে ঘোলাটে সাদা রঙের পানীয় এবং ভাত নামিয়ে দিয়ে যান দোকানের কর্মচারী। এর পর উত্তেজিত হয়ে গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক বসান তরুণ। তবে তার পরেই বদলে যায় তাঁর মুখের অভিব্যক্তি। নাক-মুখ সিঁটকে যায় তাঁর। হতাশ হয়ে পড়েন তিনি। জানান, তাড়ি খেয়ে ভাল লাগেনি তাঁর। পুরো গ্লাস শেষ করতে না-পারার কথাও জানান তরুণ। তবে তার পরেও বার দু’য়েক তাঁকে তাড়ির গ্লাসে চুমুক দিতে দেখা গিয়েছে। তাড়ির স্বাদ কেমন, তার বর্ণনা দিতে গিয়ে তরুণকে বলতে শোনা গিয়েছে, ‘‘পানীয়টি ঝাঁজালো এবং খুব, খুব টক। এর স্বাদ টক সরবতের মতো। সঙ্গে পচা গন্ধ রয়েছে।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
ভিডিয়োটি ‘হিউ অনবোর্ড’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইকের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তোমার উচিত ছিল স্থানীয় কারও সঙ্গে তাড়ি খেতে যাওয়া। আমিও এক বার খেয়েছিলাম। আমার বেশ ভালই লেগেছিল।’’ উল্লেখ্য, কেরল এবং তামিলনাড়ুর কিছু অংশে তাড়ি বেশ জনপ্রিয় একটি পানীয়।