গাছের ডালের আড়ালে লুকিয়ে ছিল এক সিংহ। দূর থেকে মহিষের পালের দিকে নজর রাখছিল সে। সুযোগ বুঝেই শিকার করতে ছুটে গেল সে দিকে। শিকারিকে দেখে সেখান থেকে দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে ছুটে পালাল মহিষগুলি। কিন্তু মহিষের পালের মধ্যে ভিড়ে গিয়ে একটি মহিষের ঘাড় কামড়ে ধরল ‘বনের রাজা’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ক্রিস_দ্য_এআই_মার্কেটার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শিকার করার জন্য মহিষের পালের দিকে ছুটছে একটি সিংহ। নাগালের মধ্যে একটি মহিষকে পেয়ে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল সে। মহিষ এত জোরে দৌড়চ্ছিল যে সিংহটি নীচে পড়ে যায়।
তবে মহিষের গায়ে থাবা বসিয়ে রেখেছিল সে। সিংহের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় মহিষটিও। সিংহের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে সে। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। মহিষের গলা ধরে ঝুলতে থাকে সিংহটি। মহিষের গলায় কামড় বসিয়ে অনড় থাকে সিংহটি। মহিষটিও আর লড়াই করতে না পেরে নেতিয়ে পড়ে। শিকার করতে সফল হয় ‘বনের রাজা’।