নাচার আমন্ত্রণ জানিয়েছে মালিক। আনন্দে সত্যি সত্যিই নেচে উঠল পোষ্য সারমেয়! দু’পা তুলে নাচল গানের তালে তালে। এমনই একটি মন ভাল করা ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান উপলক্ষে মাইক চালিয়ে বাড়ির বাইরে রাস্তায় এসে নাচছেন একটি পরিবারের সদস্যেরা। তাঁদের মধ্যমণি এক বধূ। তাঁর মাথায় ঘোমটা। মনের আনন্দে নাচছেন তিনি। রাস্তার উপরে বসেই তাঁর নাচ দেখছিল বাড়ির পোষ্য। এর পর মহিলা হঠাৎই পোষ্যের দিকে এগিয়ে যান নাচতে নাচতে। তাকেও নাচতে আসার জন্য ইঙ্গিত দেন। কুকুরটিও সেই ইঙ্গিত বুঝে নিয়ে নাচতে শুরু করে। দু’পা শূন্যে তুলে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিশাল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকে পোষ্য কুকুরটির নাচের প্রশংসাও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মন ভাল হয়ে গেল ভিডিয়োটি দেখে। দারুণ নেচেছে।’’