পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তরুণ। বাড়ি ফেরার সময় হয়েছে আন্দাজ করতে পেরেই রাস্তায় পা উল্টো করে শুয়ে পড়ল পোষ্য কুকুর। বাড়ি ফিরবে না সে কিছুতেই। শেষমেশ বাধ্য হয়েই পোষ্যকে পাঁজাকোলা করে নিয়ে গেলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, রাস্তায় চার পা উল্টে শুয়ে রয়েছে গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুর। কুকুরটির পাশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। ওই তরুণেরই পোষ্য কুকুরটি। পোষ্যকে নিয়ে বাড়ি ফিরতে চাইছেন তরুণ। কিন্তু কুকুরটি বাড়ি ফিরতে নারাজ। বার বার পোষ্যকে রাস্তা থেকে উঠতে বললেও মালিকের নির্দেশ শুনছে না কুকুর।
মাঝে উঠে দাঁড়িয়ে পড়লেও আবার সেখানে বসে পড়ল কুকুরটি। শেষমেশ ‘অবাধ্য’ পোষ্যকে পাঁজাকোলা করে তুলে নিলেন তরুণ। কুকুরকে কোলে নিয়েই হাঁটলেন তিনি। তার পর গাড়িতে বসিয়ে দিলেন তাঁর পোষ্যকে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আহা রে! বেচারা কিছুতেই বাড়ি যেতে চাইছিল না মনে হয়। শিশুদের মতো আচরণ করছিল।’’