মা হাতি ছিল অদূরেই। কাছাকাছি খেলা করছিল তার সন্তান। কিন্তু বেশি ক্ষণ খেলায় মন টিকল না হাতিটির। খেলা ফেলে মায়ের কাছে ছুটল সে। কিন্তু ‘ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে’ সে গেল ধপাস করে পড়ে। কোনওমতে কষ্ট করে উঠে পড়ে সোজা দিল মায়ের কাছে দৌড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডলাইফ.অ্যান্ড.অ্যানিম্যালস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সামান্য নিচু একটি গর্তের মধ্যে খেলা করছিল একটি বাচ্চা হাতি। কিন্তু সেখান থেকে উঠতে গিয়ে যেন প্রাণ ওষ্ঠাগত হল তার। উঁচু জায়গায় পা ফেলে আর টাল সামলাতে পারল না সে।
মাথা ঘুরে মাটিতে ধপাস করে পড় গেল হাতিটি। বার বার নানা উপায়ে ওঠার চেষ্টা করেও পড়ে যাচ্ছিল সে। শেষ পর্যন্ত কোনও মতে উঠে পড়েই মা হাতির কাছে দিল দৌ়ড়। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে হাসির বন্যা বয়ে গিয়েছে। এক জন লিখেছেন, ‘‘হাতিটিকে দেখে কষ্টও পাচ্ছি, আবার হাসিও পাচ্ছে। বেচারা মায়ের কাছে যাওয়ার জন্য কত কসরত করতে হচ্ছে তাকে!’’