রাস্তায় বেরিয়ে হঠাৎ প্রিয় নায়িকার সঙ্গে দেখা। আগে সই নেবেন না নিজস্বী তুলবেন তা বুঝতে পারছিলেন না প্রৌঢ়। উত্তেজনায় ছবি তুলতে গিয়ে নায়িকার পা-ই মাড়িয়ে ফেললেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভাইরালভয়ানি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ঘটনাটি মুম্বইয়ের বান্দ্রার। সেখানকার একটি রেস্তরাঁ থেকে বেরোচ্ছিলেন বলি অভিনেত্রী কাজল। নায়িকাকে দেখে সেখানে ছুটে যান এক প্রৌঢ়। নায়িকার সই নেবেন বলে কাগজ-কলম বাড়িয়ে দেন কাজলের দিকে। অনুরাগীর অনুরোধ ফেরাতে পারেননি অভিনেত্রী। কাজল যখন সই করতে ব্যস্ত, তখন ফোনের ক্যামেরা অন করে নিজস্বী তোলার চেষ্টা করতে থাকেন প্রৌঢ়।
ফোনের ক্যামেরা ঠিক করার দিকেই তাঁর নজর। ছবি তোলার দিকে মন দিতে গিয়ে তিনি কখন যে কাজলের পা মাড়িয়ে ফেলেছেন, তা খেয়াল-ই করেননি প্রৌঢ়। প্রৌঢ় পা মাড়িয়ে দিতেই সেখান থেকে সরে যান কাজল। ভুল বুঝতে পেরে জিভ কেটে ফেলেন তিনি। তবুও ফোন নামালেন না তিনি। অনুরাগীর কাণ্ড দেখে নিরুত্তাপ কাজল। চুপচাপ সই করে অনুরাগীর আবদার মেটাতে নিজস্বীও তুললেন তিনি।