জনহীন সৈকতে সমুদ্রস্নানে মেতেছিলেন যুগল। একে অপরকে আলিঙ্গন করে সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে নিজেদের ভাসিয়ে রাখার খেলায় মেতেছিলেন তরুণ-তরুণী। একের পর এক ফেনিল ঢেউ তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সমুদ্রস্নানের আনন্দে খেয়ালই ছিল না যুগলের, কী বিপদ আসতে চলেছে। বিশাল এক ঢেউয়ের ধাক্কায় একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। মাথা ছাপিয়ে এক বিশাল জলোচ্ছাস এসে টেনে নিয়ে গেল তরুণীকে। ভয়াবহ সেই দুর্ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট হতেই সেই দৃশ্য দেখে শিউরে উঠেছেন দর্শকেরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ওই যুগল সৈকতে নেমে প্রথমে পায়ের পাতা ডোবা জলে দাঁড়িয়েছিলেন। তরুণীটি ধীরে ধীরে তরুণের হাত ধরে সমুদ্রের গভীরে নামতে থাকেন। তরুণটি তরুণীকে নিষেধ করলেও তরুণী আরও গভীরে নেমে স্নান করার জন্য এগিয়ে যেতে থাকেন। এরই মধ্যেই ঢেউয়ের তোড়ও বেড়ে যায়। বেশ কয়েক বার জলের তোড়ে ভেসে যেতে যেতেও রক্ষা পান তরুণী। তরুণ তাঁকে শক্ত করে ধরে রাখার ফলে ডুবে যাওয়া থেকে বেঁচে যান তিনি। কিন্তু পরে একটি ঢেউয়ের ধাক্কায় দু’জনে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ভাসতে ভাসতে তরুণী আরও কিছু দূর এগিয়ে যান। এই সময়ে আরও একটি বড় ঢেউ এসে টেনে নিয়ে নিয়ে চলে যায় তরুণীকে। প্রথমে বিপদের সঙ্কেত ধরতে পারেননি যুবক। সঙ্গীকে ডুবে যেতে দেখে হুঁশ ফেরে তাঁর। তত ক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। সমুদ্রের জলে তলিয়ে গিয়েছেন তরুণী।
ভিডিয়োটি ‘ওহ ক্রেজি শিট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। মাত্র তিন দিনের মধ্যেই ভিডিয়োটি ১ কোটি ৬০ লক্ষ বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটি দেখে। বহু সমাজমাধ্যম ব্যবহারকারীই ভিডিয়ো দেখে দুঃখপ্রকাশ করেছেন।