ফেলুদা, ব্যোমকেশ বক্সী কোন ছাড়! গোয়েন্দাগিরিতে তাদের টেক্কা দিয়ে ফেলেছে পোষ্য বিড়াল। প্রতিবেশীদের মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। জানলার পর্দা সরিয়ে উঁকিঝুঁকি মেরে ‘গোয়েন্দাগিরি’ করছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রান্নাঘরে পাথরের পাটাতনের উপর উঠে জানলার পর্দা সরিয়ে বাইরের দৃশ্য দেখছে একটি বিড়াল। কিন্তু তার মধ্যে একটি গোপনীয়তাও বজায় রেখেছে সে। আসলে বাইরে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া লেগেছে। সেই আওয়াজই ভেসে আসছে। ঝগড়া শুনেই জানলার দিকে ছুটে গিয়েছে বিড়ালটি।
পর্দা সরিয়ে বাইরে উঁকিঝুঁকি দিচ্ছে সে। তার মধ্যে গোয়েন্দা গোয়েন্দা ভাব। তার ‘গোয়েন্দাগিরি’ ধরা পড়ল মালিকের কাছে। পোষ্যকে ডাকতেই চমকে উঠল সে। চুরি করতে গিয়ে ধরা পড়়ে গিয়েছে এমন ভাব বিড়ালটির চোখেমুখে। ধরা পড়ে সঙ্গে সঙ্গে পাটাতন থেকে নেমে পড়ে ‘গোয়েন্দা’ বিড়াল। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন লিখেছেন, ‘‘পাড়ায় পাড়ায় প্রতিবেশীদের মধ্যে এই জিনিসই দেখা যায়।’’