কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনেই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। যার জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। তবে এ বার মহিলা যাত্রীদের মধ্যে ধুন্ধুমারের জেরে খবরে মুম্বইয়ের লোকাল ট্রেন। মুম্বইয়ের লোকাল ট্রেনের ভিড় কামরায় রীতিমতো চুলোচুলি করতে দেখা গেল দুই মহিলাকে। একে অপরের চুল টেনে চলল মারামারি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে দিল্লি মেট্রোর অন্দরে দুই মহিলার বাগ্বিতণ্ডা চলছে। তাঁদের চারপাশে ভিড় করে রয়েছেন জনা কয়েক মহিলা যাত্রী। তবে কী নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা তা বোঝা যাচ্ছে না। এর মধ্যেই ঝগড়া করতে করতে হঠাৎই হাতাহাতি শুরু করেন ওই দুই মহিলা। একে অপরের চুল টেনে চলতে থাকে মারামারি। দু’জনেই পাল্লা দিয়ে চিৎকারও করতে থাকেন। এর পর কয়েক জন যাত্রী তাঁদের লড়াই থামানোর চেষ্টা করলেও সফল হননি। তবে কিছু ক্ষণ পরে নিজেরাই নিজেদের চুল ছেড়ে দেন ওই দুই মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটি কেন্দ্র করে। ভিডিয়ো দেখে নেটগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনার নিন্দাও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমাকে এ সব আর অবাক করে না। দিল্লি-মুম্বইয়ের মেট্রো এবং লোকাল ট্রেনে এ সব সাধারণ ঘটনা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এ কী অসভ্যতা। এদের জন্য বাকি যাত্রীদের শান্তিভঙ্গ হচ্ছে। দু’জনকেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া উচিত ছিল।’’