দরজা বন্ধ করে, আলো নিভিয়ে যুবককে ব্যাপক মারধর করলেন স্ত্রী! গলাধাক্কা দিয়ে চলল চড়-থাপ্পড়। প্রাণ বাঁচাতে চিৎকার করে মাকে ডাকলেন ওই যুবক। ক্যামেরাবন্দিও করলেন তাঁর উপর হওয়া মারধরের ঘটনা। এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনায়। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, বছর চারেক আগে মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা ওই যুবকের বিয়ে হয়। যুবকের অভিযোগ, বিয়ের পর থেকে মাঝেমধ্যেই তাঁর গায়ে হাত তুলতেন স্ত্রী। কিন্তু সম্প্রতি মারধরের মাত্রা বেড়ে গিয়েছিল। প্রায় প্রতি দিনই স্ত্রীর হাতে মার খেতে হত তাঁকে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরে এক যুবক এবং তাঁর স্ত্রী রয়েছেন। যুবক ফোনের ক্যামেরা চালু করে স্ত্রীর সঙ্গে কথা বলছেন। এর পর ওই যুবকের স্ত্রী তাঁকে বসতে বলেন। কিন্তু ওই যুবক জানান, তাঁর স্ত্রী যেন তাঁর সঙ্গে দূর থেকে কথা বলেন। আগের দিন স্ত্রী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ জানান ক্যামেরার সামনে। ওই যুবকের স্ত্রী তাঁকে ক্যামেরা বন্ধ করতে বললেও যুবক রাজি হননি। এর পরেই দরজা বন্ধ করে ওই যুবককে মারধর করতে শুরু করেন তাঁর স্ত্রী। গলাধাক্কা দেওয়ার পাশাপাশি স্বামীকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। সঙ্গে চলতে থাকে বাগ্বিতণ্ডা। কিছু ক্ষণ পরে ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন যুবক। সাহায্যের জন্য মাকে ডাকতে শুরু করেন। কিছু ক্ষণ পর ওই যুবকের মা ছেলে-বৌমার ঘরের বাইরে এসে উপস্থিত হন। উদ্ধার করেন পুত্রকে। অন্য দিকে, যুবকের স্ত্রী তাঁদের সামনে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তৈরি হয়েছে বিতর্ক। নেটাগরিকদের একাংশ পুরুষদের উপর হওয়া গার্হ্যস্থ হিংসা এবং মানসিক চাপ নিয়ে সরব হয়েছেন। লিঙ্গসমতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। নেটাগরিকদের কেউ কেউ দাবি করেছেন, অনেক মহিলার মতো অনেক পুরুষও বিয়ের পর নির্যাতন এবং গার্হ্যস্থ হিংসার শিকার হন। কেউ কেউ আবার ওই যুবকের স্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সরব হয়েছেন।
আরও পড়ুন:
ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নড়়েচড়ে বসেছে সাতনার পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। যদিও ওই যুবক তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কি না তা স্পষ্ট নয়।