কবে মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ? এখনও আইপিএলে নামতে পারেননি তিনি। খেলার ছাড়পত্র পাননি ভারতীয় পেসার। বুমরাহকে কবে আইপিএলে দেখা যাবে সে বিষয়ে কিছু জানেন না মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে। ফলে ধোঁয়াশা আরও বেড়েছে।
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরাহ। সেখানেই সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে বুমরাহের প্রত্যাবর্তন নিয়ে কোনও খবর নেই জয়বর্ধনের কাছে। শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলা মুম্বইয়ের। তার আগের দিন সাংবাদিক বৈঠকে জয়বর্ধনে বলেন, “বুমরাহ ছাড়া সকলকেই গুজরাতের বিরুদ্ধে পাব। আমি আগেও বলেছিলাম, ও একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। সবই ঠিক আছে। কিন্তু ও কবে মাঠে নামতে পারবে তার দিন এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানায়নি। ওর ফেরার খবর আমাদের কাছে নেই।”
বুমরাহ না থাকা মুম্বইয়ের কাছে বড় ধাক্কা। তবে জয়বর্ধনে মনে করেন, তাঁর দলের বোলিং আক্রমণ বুমরাহের অভাব মেটাতে পারবে। তিনি বলেন, “আমাদের বোলিং আক্রমণ বেশ অভিজ্ঞ। ট্রেন্ট বোল্ট, দীপক চহর, হার্দিক পাণ্ড্যেরা আছে। তাই আশা করছি কোনও সমস্যা হবে না। ওর সব ধরনের উইকেটে মানিয়ে নিতে পারে। তবে প্রতিটা মাঠে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ সামলাতে ওরা তৈরি।”
আরও পড়ুন:
চেন্নাইয়ের বিরুদ্ধে অতিরিক্ত পেসার হিসাবে সত্যনারায়ণ রাজুকে খেলিয়েছিল মুম্বই। তবু অর্জুন তেন্ডুলকরকে খেলানো হয়নি। জয়বর্ধনে জানিয়েছেন, অর্জুন অসুস্থ থাকায় তাঁকে খেলানো হয়নি। তবে এখন তিনি সুস্থ। অনুশীলনও করেছেন। গুজরাতের বিরুদ্ধে অর্জুন খেলতে পারেন।
আগের ম্যাচে নজর কেড়েছেন অনামী স্পিনার বিগ্নেশ পুথুর। কেরলের এই স্পিনারকে নিয়ে আশাবাদী জয়বর্ধনে। তবে তার জন্য তাঁকে মাটিতে পা দিয়ে চলার পরামর্শ দিয়েছেন কোচ। জয়বর্ধনে বলেন, “বিগ্নেশ প্রথম ম্যাচে দেখিয়েছে ও বড় মঞ্চের জন্য তৈরি। এখন থেকেই ওর প্রশংসা শুরু হয়েছে। ওকে বলেছি, এইসব কথায় বেশি কান না দিতে। মাটিতে পা রেখে চলতে। প্রতিটা ম্যাচ প্রথম ম্যাচ ভেবে খেলতে। আশা করছি এ বারের আইপিএলের সেরা প্রতিভা হয়ে উঠবে বিগ্নেশ।”