সবে রোজা ভেঙেছে। ইফতারের জন্য রাখা খাবারের প্লেটের উপর ঝাঁপিয়ে পড়লেন কাতারে কাতারে পুরুষ। পাকিস্তানের ইসলামাবাদের একটি সমৃদ্ধ এলাকা ফয়জ়ল মসজিদের ঘটনা। খাবারের প্লেট রাখা মাত্র শয়ে শয়ে ব্যক্তিকে খাবারের দিকে ছুটে যেতে দেখা গিয়েছে। বিনামূল্যের খাবারের কাছে পৌঁছোনোর জন্য রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। এই ভিডিয়োটি সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত হয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরালও হয়। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে ভিডিয়োটি।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রমজান মাসের রোজা পালন করার পর সমবেত ইফতারের আয়োজন করা হয়েছে পাকিস্তানের একটি মসজিদে। একটি ফাঁকা জায়গায় সারি সারি খাবারের প্লেট সাজিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র রোজা ভাঙার অপেক্ষা। সেই ঘোষণা হতেই ইফতারের খাবারের জন্য হুড়োহুড়ি পড়ে যায় মসজিদে। ঘটনাটির সঠিক তারিখ অবশ্য জানা যায়নি।
ভিডিয়োটি শেয়ার করেছেন এক পাকিস্তানি সাংবাদিকও। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, এটি কোনও পিছিয়ে পড়া এলাকা নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফয়জ়ল মসজিদ এটি। বিনামূল্যে খাবারের ঘোষণা করা হয়েছিল। এই ভিডিয়োয় যাঁদের দেখা গিয়েছে তাঁরা কেউই ভিক্ষুক নন, সাধারণ মানুষ।
ভিডিয়োটি ভাইরাল হতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বহু নেটাগরিকই দেশটির অর্থনৈতিক অবস্থা নিয়ে তাঁদের হতাশা প্রকাশ করেছেন। ‘ডঃ আর্কিটেক্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে মন্তব্য করা হয়েছে, ‘‘মানুষ পারমাণবিক শক্তি খেতে পারে না। ভুল সরকারি সিদ্ধান্ত দেশের মানুষকে দরিদ্র করে তোলে। এই ক্ষেত্রে, ভিক্ষুক করে তুলেছে।’’