চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন পর্যটকেরা। তবে তাঁদের নজর খাঁচার ভিতরে থাকা পশুপাখির দিকে ছিল না। বরং তাঁরা অনেকেই এক তরুণীকে দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। গরমে যখন সকলের নাজেহাল অবস্থা, তখন ভারী লেহঙ্গা পরে স্বামীর সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছেন এক তরুণী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাক্ষীমেকওভার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী লাল রঙের লেহঙ্গা পরে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছেন। শুধু লেহঙ্গাই নয়, তরুণী তাঁর মাথা ওড়না দিয়েও ঢেকে ফেলেছেন। স্বামীর হাত ধরে এক খাঁচার সামনে থেকে সরে গিয়ে অন্য খাঁচার দিকে চলে যাচ্ছেন তিনি। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।
তবে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া অন্য পর্যটকেরা তরুণীর পোশাক দেখে চমকে গিয়েছেন। এমন জমকালো এবং ভারী পোশাক পরে কেউ চিড়িয়াখানা ঘুরতে যেতে পারেন তা কল্পনাতীত। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মন্তব্য করেছেন, ‘‘বিয়ের মন্ডপ থেকে উঠে সোজা চিড়িয়াখানায় ঘুরতে চলে গিয়েছেন তরুণী।’’ আবার কয়েক জনের মন্তব্য, ‘‘এমন চাঁদিফাটা গরমে এত ভারী পোশাক পরে তরুণী ঘুরছেন কী ভাবে?’’